#কলকাতা :‘আমি ওদের সঙ্গে বসবো,সব সংগঠনের সঙ্গে বসব।’ সোমবার এমনটাই পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এদিন নিজের অবস্থান খানিকটা নমনীয় করেন পার্থ চট্টোপাধ্যায় ৷ এর আগে তিনি জানিয়েছেন আন্দোলন থেকে সরে না এলে কোনওভাবেই আলোচনায় বসবেন না ৷ তবে এদিন তিনি জানান, ‘আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। গত বছর ৪০-৬৫% মাইনে বাড়িয়েছি।ওদের অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করেছি।’
আরও পড়ুন - এই শনিবার কলকাতার বড় অংশে পানীয় জল সরবরাহ পরিষেবা থাকবে বন্ধ
তবে তিনি এর সঙ্গে এত যুক্ত করেছেন এতো অধৈর্য হলে কি করে হবে।তিনি বলেছেন প্রজেক্ট বন্ধ হয়ে গেলেও,আমাদের সরকার বন্ধ করে নি।তিনি আরও যুক্ত করেন অসত্য ও বিভ্রান্তিমূলক কথাবার্তা বিরোধীরা ছড়াচ্ছে। কেন্দ্র সরকার দিচ্ছে,রাজ্য সরকার দিচ্ছে না বলে যে অভিযোগ করছে তার কাগজপত্র চাইবো।ওরা যদি কাগজপত্র দেখাতে পারে নিশ্চয় ব্যবস্থা করবো।
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Para Teacher, Partha Chatterjee, পার্থ চট্টোপাধ্যায়, পার্শ্বশিক্ষক