Bratya Basu: নিট নিয়ে কেন্দ্রকে খোঁচা ব্রাত্যের, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
NEET Recruitment scam: নিট দুর্নীতি নিয়ে এবার বুধবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সঙ্গে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ফের রাজ্যের হাতে ফেরানোর দাবি তুললেন তিনি।
কলকাতা: নিট দুর্নীতি নিয়ে এবার বুধবার কেন্দ্রকে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “ইউপিএ টু আমলে নিট পরীক্ষা যখন কেন্দ্রের হাতে যায়, তখন রাজ্য আপত্তি জানিয়েছিল। আমাদের এখানে নানা বোর্ড, নানা ভাষা আছে। তাই আমাদের প্রথম আপত্তি ছিল। একই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও কেন্দ্রের হাতে দেওয়ার বিরোধিতা করেছিলেন”।
ব্রাত্য বসু আরও বলেন, “পাটনায় কয়েক জন গ্রেফতার হল, তদন্তে দেখা গেল অর্থের বিনিময়ে একটা চক্র চলছিল। চাপে পড়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার ডিজিকে সরায়। কিন্তু রাজনৈতিক পক্ষপাতদুষ্ট চেয়ারম্যান আজও বসে আছেন”। সেই সঙ্গে মোদিকে আক্রমণ করে তিনি বলেন, “গোটা দেশে একজন চুপ করে আছেন নিট নিয়ে। তিনি হলেন দেশের প্রধানমন্ত্রী”।
advertisement
advertisement
সেই সঙ্গে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা আবার রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া নিয়েও জোর সওয়াল করেন শিক্ষামন্ত্রী। তাঁর প্রশ্ন, কেন পরীক্ষা কেন্দ্রের থেকে নিয়ে নেওয়া হবে না? কেন বিধানসভায় আলোচনা হবে না?
প্রসঙ্গত, মঙ্গলবার নিট-ইউজি নিয়ে রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট রিটেস্ট অথবা পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি খারিজ করে দেয়৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত রায় দিতে গিয়ে আরও জানায়, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত এমন কোনও ত্রুটির প্রমাণ মেলেনি যাতে বলা যায় যে পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 4:14 PM IST