Dengue Meeting: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, আজ নবান্নে জেলার প্রতিনিধিদের সঙ্গে জোড়া বৈঠক

Last Updated:

Dengue: সোমবার সকাল ১১'টা থেকে এই চার জেলার সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট ধরে ধরে কথা বলবে নবান্নের শীর্ষ কর্তারা।

ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠক
ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠক
কলকাতাঃ ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ জোড়া বৈঠক রাজ্যের। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা এই চার জেলাকে ডেকে পাঠানো হল নবান্নে।
আজ সোমবার সকাল ১১’টা থেকে এই চার জেলার সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে হটস্পট ধরে ধরে কথা বলবে নবান্নের শীর্ষ কর্তারা। বেলা বারো’টা থেকে সব জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডাকা হল রাজ্যের তরফে। সব জেলার জেলাশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে এই বৈঠকে।
আরও পড়ুনঃ কালিম্পংয়ের রাস্তায় আচমকা ধস! বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! কোন পথে পাহাড়ে যাতায়াত
রাজ্যের ডেঙ্গি সংক্রান্ত ‘হটস্পট’ এলাকা ক্রমশই বাড়ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি এই চার জেলায় হটস্পট ক্রমশই বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর। তার জন্যই আজ তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি চিন্তায় রেখেছে স্বাস্থ্য ভবনকে। প্রায় প্রতি দিনই রাজ্যে ২৫০ থেকে ৩০০ জন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে অনেকের। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে তাই হাল ধরতে চাইছে সরকার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, জেলায় জেলায় ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য এক বা একাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগ করা হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dengue Meeting: ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য, আজ নবান্নে জেলার প্রতিনিধিদের সঙ্গে জোড়া বৈঠক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement