West Bengal Coronavirus Update || পরপর তিনদিন দু'হাজারের নীচে করোনাভাইরাস সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যু

Last Updated:

West Bengal Coronavirus Update || রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন৷ যা গতকালের থেকে অনেকটাই কম৷ গতকাল আক্রান্ত ছিলেন ১ হাজার ৮১৭ জন।

কলকাতা: পর পর তিন দিন ২ হাজারের নীচে রাজ্যের কোভিড সংক্রমণ। রবিবার রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন৷ যা গতকালের থেকে অনেকটাই কম৷ গতকাল আক্রান্ত ছিলেন ১ হাজার ৮১৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের, যা রবিবারের থেকে ১ জন বেশি৷ রাজ্যে পজিটিভিটি রেট ১২.০৫ শতাংশ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৫৯ জন। সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ৷
গত কয়েকদিন ধরেই সংক্রমণ রয়েছে  ২হাজারের নীচে৷ সেটা একটা স্বস্তির বিষয় বটে৷ স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হারও৷ তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু৷  গতকালের থেকে সংক্রমণ কমেছে অনেকটাই৷ জেলাভিত্তিক সংক্রমণও কম৷ তবে উদ্বেগ থাকছেই৷
advertisement
advertisement
আরও পড়ুন: ED-র র‍্যাডারেই ছিল অর্পিতা, আগেও হয়েছে জেরা! এরপরও ঘরে কীভাবে এত টাকা? ভাবাচ্ছে গোয়েন্দাদের
অন্যদিকে দেশে  মাঙ্কিপক্স ঘিরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে৷ দিল্লিতে ৩৪ বছর বয়সি এক যুবকের দেহে পাওয়া গিয়েছে এই ছোঁয়াচে রোগের জীবাণু৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল চারে৷ অতিমারি বিশেষজ্ঞ এবং ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন মাঙ্কিপক্স কোনও নতুন জীবাণু নয়৷ গত পাঁচ দশক ধরে বিশ্বে এই জীবাণুর খবর পাওয়া গিয়েছে৷ কেরালাতেও মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে৷ সাধারণত মাঙ্কিপক্সের ক্ষেত্রে ত্বকের জন্য লোশন ও জ্বর কমানোর জন্য জ্বরের ওষুধ দেওয়া হচ্ছে৷ যদি তার সঙ্গে রক্তের কোনও সংক্রমণ দেখা দেয় বা রোগী ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন, তাহলে উপযুক্ত ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা৷ ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus Update || পরপর তিনদিন দু'হাজারের নীচে করোনাভাইরাস সংক্রমণ, তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দৈনিক মৃত্যু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement