West Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮৮০২ জন, সংক্রমণের হার বেড়ে প্রায় ৩০ শতাংশ!

Last Updated:

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের (West Bengal Coronavirus Update)।

#কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা পরিস্থিতি আরও ভয়ংকর হল। বেড়েছে দৈনিক আক্রান্ত, সংক্রমণের হার, মৃত্যুও। শনিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন (West Bengal Coronavirus Update)। গত এক সপ্তাহে সংক্রমণের হারও বেড়ে দাঁড়িয়েছে ২৯.৬০ শতাংশে (West Bengal Coronavirus Update)। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের (West Bengal Coronavirus Update)। এই মুহূর্তে রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.১৫ শতাংশ।
শুক্রবারের তুলনায় কলকাতায় দৈনিক আক্রান্ত সামান্য কমলেও সাত হাজারের উপরেই রয়েছে। উত্তর ২৪ পরগনাতে আরও বাড়ল নতুন আক্রান্ত। এর পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৩৭ জন। কলকাতায় মারা গিয়েছেন ৭ জন। হাওড়াতেও মারা গিয়েছেন তিন জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৮৮৩ জন।
advertisement
আরও পড়ুন: কলকাতার সরকারি-বেসরকারি হাসপাতালে গণহারে করোনা আক্রান্ত নার্সরা, পরিস্থিতি ভয়াবহ!
এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে একদিনে আক্রান্ত ৩২৮৬ জন। হাওড়া ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১৪৮৩ ও ১০০৬ জন। প্রতিটি জেলাতেই বাড়ছে করোনার সংক্রমণ। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙেও কমেছে দৈনিক আক্রান্ত। তবে অনেকটা বাড়ল মালদহ ও উত্তর দিনাজপুরে। মালদহে আক্রান্ত হয়েছেন ৩৬৯ জন আর উত্তর দিনাজপুরে ১৪৭ জন।
advertisement
advertisement
আরও পড়ুন: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ছাড়াল ১৮ হাজার! কলকাতাতেই ৭ হাজার...
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৮ লক্ষ ৭৫ হাজার ৯৯১ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ১০ কোটি ৮৯ লক্ষ ৫৫ হাজার ২৬০। করোনা থাবা ক্রমাগত চওড়া হচ্ছে রাজ্যের চিকিৎসা পরিষেবাতে। কলকাতার একাধিক সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে নার্সরা গণহারে করোনা আক্রান্ত হচ্ছেন। করোনায় একই রকম কাবু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮৮০২ জন, সংক্রমণের হার বেড়ে প্রায় ৩০ শতাংশ!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement