West Bengal Coronavirus: সুস্থ হচ্ছে বাংলা! করোনা রোগী মুক্ত বেলেঘাটা ID, প্রায় ২ বছরে প্রথমবার

Last Updated:

West Bengal Coronavirus: গোটা দেশের পাশাপাশি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য। একটু একটু কমছে আক্রান্তের সংখ্যা।

করোনা রোগী মুক্ত বেলেঘাটা আইডি
করোনা রোগী মুক্ত বেলেঘাটা আইডি
#কলকাতা: ১৭মার্চ, ২০২০-র পর বেলেঘাটা আইডি হাসপাতালে বৃহস্পতিবার প্রথম কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই। গোটা দেশের পাশাপাশি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে রাজ্য (West Bengal Coronavirus)। একটু একটু কমছে আক্রান্তের সংখ্যা। গতকাল রাজ্যে ১১৪ জন করোনা আক্রান্ত ছিল এবং একজনের মৃত্যু হয়েছিল। এই সংখ্যা আগের কিছু দিনের তুলনায় বেশি হাওয়ায় উদ্বেগ বাড়ছিল চিকিৎসকদের। এরইমধ্যে বেলেঘাটা আই ডি-তে করোনা আক্রান্ত শূন্য হওয়ার খবরে অনেকটাই স্বস্তি ফিরল রাজ্যের করোনা পরিস্থিতিতে।
প্রসঙ্গত, দুদিন আগেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ৫০ এর ঘরে। মৃত্যুসংখ্যাও (West Bengal Coronavirus) নেমে এসেছিল শূন্যে। কিন্তু সেই স্বস্তিদায়ক পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ মঙ্গলবারই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ৬৮। ওইদিনের হিসাবে মৃত্যুও হয়েছিল একজনের। বুধবার পরিস্থিতি আরও কিছুটা খারাপের দিকে যায় । কারণ, এদিন সন্ধ্য়ায় স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে, সেই অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১৪। এদিনও একজনের মৃত্যুর খবর মিলেছে।
advertisement
advertisement
অর্থাৎ রাজ্যে করোনা (West Bengal Coronavirus) আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে এলেও ফের তা ১০০ ছাপিয়ে যায় বুধবারের রিপোর্টে। ফলে বেড়ে যায় পজিটিভিটি রেটও। মঙ্গলবার যা ছিল ০.৩২ শতাংশ, বুধবার তা বেড়ে হয়েছে ০.৪৯ শতাংশ।
যদিও এখনও তেমন কোনও আশঙ্কার মেঘ রয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তবে মঙ্গলবারের তুলনায় করোনা পরীক্ষার সংখ্যাও কিছুটা বেড়েছে (West Bengal Coronavirus) এ দিন। মঙ্গলবার পরীক্ষা হয়েছিল ২১ হাজারের কিছু বেশি, বুধবার সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ২৩ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পজিটিভিটি রেটও বেড়েছে কিছুটা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Coronavirus: সুস্থ হচ্ছে বাংলা! করোনা রোগী মুক্ত বেলেঘাটা ID, প্রায় ২ বছরে প্রথমবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement