West Bengal Coronavirus: করোনা ডেরা রাজ্য স্বাস্থ্যভবনও! আক্রান্ত দফতরের দুই শীর্ষ অধিকর্তা-সহ আরও ৭৬
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Coronavirus: চিকিৎসক, নার্সের পর এবার কোভিড আক্রান্ত হলেন রাজ্য স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ অধিকর্তা।
#কলকাতা : ক্রমশ জটিল বাংলার কোভিড-চিত্র (West Bengal Coronavirus)। এবার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য। দুজনেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। হোম আইসোলেশনে রয়েছেন তাঁরা। এছাড়াও স্বাস্থ্য ভবনের আরও ৭৬ জন কর্মী করোনা পজিটিভ।
গোটা দেশের মতোই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (West Bengal Coronavirus)। স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে জারি কড়া বিধিনিষেধ। তবে তারপরেও রাজ্যের করোনা পরিস্থিতি (Coronavirus Bengal) যথেষ্ট উদ্বেগের। চিকিৎসক, নার্সের পর এবার কোভিড আক্রান্ত (Covid Positive) হলেন রাজ্য স্বাস্থ্য দফতরের দুই শীর্ষ অধিকর্তা। এদিকে, জাতীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর সন্তোষ মোহনের শরীরেও করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
দিনকয়েক ধরে শরীর ভাল যাচ্ছিল না স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর। করোনার নানা উপসর্গ দেখে সন্দেহ হয়। তাই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন তিনি। যদিও সে পরীক্ষার ফল অনুযায়ী, করোনা সংক্রমিত নন তিনি। বুধবার রাতে আরটি পিসিআর টেস্টের রিপোর্ট পান। তাতেই দেখা যায় রিপোর্ট পজিটিভ। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড আক্রান্ত হলেন স্বাস্থ্য অধিকর্তা। এর আগে গত বছর সস্ত্রীক স্বাস্থ্য অধিকর্তা করোনা আক্রান্ত হন। সেই সময় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছিল।স্বাস্থ্য অধিকর্তার প্রথমে রাপিড অন্টিজেন টেস্ট এর রিপোর্ট নেগেটিভ আসে। পরে রাতে আর টি পি সি আর পরীক্ষায় করোনা পজিটিভ আসে।
advertisement
স্বাস্থ্যক্ষেত্রে (West Bengal Coronavirus) ক্রমশ থাবা ক্রমশ চওড়া হচ্ছে করোনার। চিত্তরঞ্জন সেবাসদনে করোনার প্রকোপ। হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার-সহ বেশ কয়েকজনের শরীরে করোনা সংক্রমণ। উত্তরবঙ্গ মেডিক্যালে করোনা সংক্রমিতের সংখ্যা নেহাত কম নয়। জলপাইগুড়িতে চিকিৎসক এবং নার্সিং স্টাফ-সহ আক্রান্ত বেশ কয়েকজন। হুগলির পোলবা হাসপাতালের বিএমওএইচ করোনা আক্রান্ত। আসানসোল জেলা হাসপাতালেও হানা করোনার। বেসরকারি হাসপাতালেও কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা।
advertisement
এরইমধ্যে, দেশে চিন্তা বাড়িয়ে চলেছে কোভিড-১৯ (Coronavirus Update India)। করোনার দৈনিক সংক্রমণ (West Bengal Coronavirus) ছুঁল ৯০ হাজারের মাইলস্টোন৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার ৬.৪৩%। গতকালের তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেল ৫৬.৬%।
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ রিপোর্ট অনুযায়ী এক লাফে অনেকটা বেড়েছে রাজ্যে করোনা আক্রান্তের (West Bengal Coronavirus) সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,০২২। মৃত্যু হয়েছে ১৭ জনের। করোনা পরীক্ষা এক ধাক্কায় অনেকটা বাড়তেই সংক্রমনের হারও পাল্লা দিয়ে বেড়েছে। দেশের মধ্যে কলকাতাতেই করোনার পজিটিভি সবথেকে বেশি, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2022 1:02 PM IST