*কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে কলকাতার পজিটিভি রেট ৪৪.৫ শতাংশ (Covid 19 Positivity Rate)৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এ দিন জানানো হয়েছে, এই মুহূর্তে গোটা দেশে গড় পজিটিভিটি রেট পাঁচ শতাংশ৷ গত আট দিনে দেশে করোনা সংক্রমণ ৬.৩ গুন বেড়়েছে বলেও কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে৷ সংগৃহীত ছবি।