Mamata Banerjee to Modi: 'ভোটের আগে কৃষকদের ১৮ হাজার দেবেন বলেছিলেন, এবার দিন!' মোদিকে চিঠি মমতার

Last Updated:

ক্ষমতা আসা মাত্রই বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করতে নেমে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার কৃষকদের কিষান সম্মান নিধির অর্থ দিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতার পত্র-বাণ
মমতার পত্র-বাণ
#কলকাতা: বঙ্গভোটের জোর লড়াই শেষ। বিজেপির ২০০ আসনের দাবি গোত্তা খেয়ে পড়েছে বাংলার মাটিতে। বিপুল আসন নিয়ে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর ভোট পর্বে মমতার বিরুদ্ধে বিজেপির অন্যতম অভিযোগ ছিল, কেন্দ্রীয় প্রকল্পগুলি হয় বাংলার মুখ্যমন্ত্রী নিজের সরকারের নাম দিয়ে চালাচ্ছেন, নয়ত চালু করতে দিচ্ছেন না। সেই সূত্রেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় আসা মাত্রই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে ১৮ হাজার টাকা করে দেওয়া হবে। নিজেদের ম্যানিফেস্টোতেও তা উল্লেখ করেছিল বিজেপি। আর ক্ষমতা আসা মাত্রই বিজেপির অস্ত্রেই বিজেপিকে ঘায়েল করতে নেমে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার কৃষকদের সেই অর্থ দিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, নবান্নে সাংবাদিক বৈঠকেও মমতা বলেছেন, 'ভোটের আগে কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সেই টাকাটা দেওয়া হোক।' চিঠিতে গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে পাঠানো চিঠির প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও কৃষি মন্ত্রকের তরফে কোনও উপযুক্ত জবাব মেলেনি।
রাজ্যের বিরুদ্ধে কৃষকদের নাম না পাঠানোর যে অভিযোগ কেন্দ্রীয় সরকার করেছিল, সেই প্রসঙ্গেও চিঠিতে মমতার জবাব, 'এই প্রকল্পে ২১.৭৯ লাখ কৃষক নাম রেজিস্টার করেছেন। তাঁদের মধ্যে ১৪.৯১ লাখ ডেটা পোর্টালে আপলোড করা হয়েছে।' চিঠিতে তিনি এমনও লিখেছেন, কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও পূরণ হয়নি।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার শপথ নেওয়া মাত্রই ভ্যাকসিন ও ওষুধ নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। বিনামূল্যে সবাইকে টিকা দেওয়ার দাবি সেই সেই চিঠিতে। লিখেছিলেন, টিকার জোগান বাড়ানোর কথাও। চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, '২৪ ফেব্রুয়ারি টিকা কিনতে চেয়ে চিঠি দিয়েছিলাম আমরা। বিনামূল্যে সকল রাজ্যবাসীর জন্য টিকাকরণ শুরুও করতে চেয়েছিলাম। কিন্তু, কেন্দ্রের তরফে কোনও সাড়া পাইনি। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, টিকার ঘাটতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে, তাই ফের আপনাকে চিঠি লিখতে হল।' শুধু তাই নয়, রেমডেসিভির, টোসিলিজুমারের মতো ওষুধের জোগান বাড়ানোর বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠির ২৪ ঘণ্টাও কাটল না, এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অর্থ নিয়ে পত্র-বাণ মুখ্যমন্ত্রীর।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee to Modi: 'ভোটের আগে কৃষকদের ১৮ হাজার দেবেন বলেছিলেন, এবার দিন!' মোদিকে চিঠি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement