ঘূর্ণিঝড় আমফানে মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, মোদির কাছেও সাহায্যের আবেদন

Last Updated:

একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বিপর্যয়ে রাজ্যকে সাহায্যের আবেদন জানিয়েছেন ৷ কেন্দ্রের তরফে দ্রুত বিপর্যয় মোকাবিলা ফান্ড পাঠানোর আর্জি মমতার ৷

#কলকাতা: আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজ্য জুড়ে৷ সুপার সাইক্লোনের দাপটে প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ বৃহস্পতিবার রাজ্যে আমফানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সহানুভূতি জানানোর ভাষা নেই আমার ৷ তবু যদি এই টাকাগুলো পেয়ে কিছুটা উপকার হয় ৷ ’ একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও বিপর্যয়ে রাজ্যকে সাহায্যের আবেদন জানিয়েছেন ৷ কেন্দ্রের তরফে দ্রুত বিপর্যয় মোকাবিলা ফান্ড পাঠানোর আর্জি মমতার ৷
রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুড়িয়ে গিয়েছে দুই পরগণা ৷ তছনছ কলকাতা ৷ সুপার সাইক্লোন আমফানে মৃত্যু বহু মানুষের ৷ এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷  সাইক্লোন আমফানের জেরে খোদ কলকাতার বুকে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ খাস কলকাতায় রিজেন্ট পার্ক এলাকায় সাইক্লোনের সময় গাছ উপড়ে মা -ছেলের মৃত্যু হয়েছে ৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় মৃত ৭, উত্তর ২৪ পরগনায় আমফানে ১৭ জনের মৃত্যু, হাওড়ায় মৃত্যু ৩ জনের, হুগলিতে মৃত্যু ৪ জনের, পূর্ব মেদিনীপুরে আমফানের বলি ৬ ৷ পশ্চিম মেদিনীপুর থেকেও ২ জনের মৃত্যুর খবর এসেছে ৷ পূর্ব বর্ধমানে আমফানের বলি ১, নদিয়ায় আমফানের জেরে ৪ জনের মৃত্যু, সুন্দরবনে ৪ জনের মৃত্যু, ডায়মন্ড হারবার থেকে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে,পূর্ব মেদিনীপুর ৬, রানাঘাট থেকে ৬ ও বারুইপুর থেকে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে ৷
advertisement
গ্রাম থেকে শহর, আমফানের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা৷ দিন আলো ফুটতেই ক্ষয়ক্ষতির ভয়াবহ রূপ হাজির চোখের সামনে৷ এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে কত ক্ষয়ক্ষতি আধিকারিকদের তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘূর্ণিঝড় আমফানে মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, মোদির কাছেও সাহায্যের আবেদন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement