By Election: ৬ কেন্দ্রে জিতলেই বড় পরিকল্পনা তৃণমূলের! উপনির্বাচনের পরেই হবে বিরাট শোরগোল
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
By Election: ২০২১ সালের বিধানসভা ভোটের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপির ভোট কমেছে।
কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের তুলনায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। বিজেপির ভোট কমেছে। সকাল থেকে ফলাফলেও মিলছে তেমনই ইঙ্গিত। ৬ টি আসনেই ইতিমধ্যে এগিয়ে তৃণমূল। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ডের শেষে ৫৮৩৬ ভোটে এগিয়ে তৃণমূল। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রেও দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে বিজেপি-র থেকে প্রায় ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।
পূর্ব লোকসভার ফলাফল দেখে বলা যায়, সিতাই আসনের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় তৃণমূল কংগ্রেস। এই আসন ও লোকসভা দুটোতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। মাদারিহাট আসনে, তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে লোকসভায়। বিধানসভা ভোটের তুলনায় অনেকটাই কমেছে বিজেপির ভোট। প্রভাব পড়েছে চা-বলয়ের ভোটে। যদিও বিজেপি জিতেছে।
নৈহাটিতে তৃণমূলের ভোট বিধানসভার তুলনায় স্বল্প কমেছে। বিজেপির ভোট বেড়েছে লোকসভায়। যদিও আসন জিতেছে তৃণমূল কংগ্রেস। হাড়োয়ায় ২০২১ সালের তুলনায় ভোট আরও বাড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ভোট লোকসভায় আরও কমে যায়। লোকসভা ও বিধানসভা দুই আসনেই জয় হয় তৃণমূলের।
advertisement
advertisement
মেদিনীপুর আসনে বিধানসভায় অনেক ব্যবধান ছিল তৃণমূলের। যদিও লোকসভায় লিড পেলেও বিজেপি তাদের ভোট অনেকটা বাড়িয়ে নিয়েছে। তবে বিধানসভা ও লোকসভা দুটোতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তালড্যাংরা আসনে বিধানসভার তুলনায় লোকসভায় ভোট কমেছে তৃণমূলের। তবে বিজেপির ভোট বাড়লেও লোকসভা ও বিধানসভায় জয় ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস।
advertisement
২০২১ সালে বিধানসভার ফলাফল –
*সিতাই*তৃণমূল কংগ্রেস ১১৭৯০৮বিজেপি ১০৭৭৯৬
*মাদারীহাট*তৃণমূল ৬১,০৩৩বিজেপি ৯০,৭১৮
*নৈহাটি*তৃণমূল ৭৭,৭৫৩বিজেপি ৫৮,৮৯৮
*হাড়োয়া*তৃণমূল ১,৩০,৩৯৮বিজেপি ৩৮,৫০৬
*মেদিনীপুর*তৃণমূল ১,২১,১৭৫বিজেপি ৯৬,৭৭৮
*তালড্যাংরা* তৃণমূল ৯২,০২৬বিজেপি ৭৯,৬৪৯
advertisement
২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী –
*সিতাই*তৃণমূল কংগ্রেস ১২৮১৮৯বিজেপি ৯৯৮১২
*মাদারিহাট* তৃণমূল কংগ্রেস ৬৮৮৫৮বিজেপি ৭৯৯২১
*নৈহাটি*তৃণমূল কংগ্রেস ৭৫৩৯০বিজেপি ৫৯৮৭২
*হাড়োয়া*তৃণমূল কংগ্রেস ১৪৫৩৫৬বিজেপি ৩৪২৩৫
*মেদিনীপুর*তৃণমূল কংগ্রেস ১০৯৯২৬বিজেপি ১০৭৭৫৬
*তালড্যাংরা*তৃণমূল কংগ্রেস ৯০৭৯০বিজেপি ৮২৩০৭
এই উপনির্বাচনের ফলের উপরে নির্ভর করে থাকবে ২০২৬ সালে কোথায় কতটা বদল প্রয়োজন। সেই কারণে এই ফলের বুথ ভিত্তিক পর্যালোচনা করতে চায় শাসক দল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 10:27 AM IST