উচ্চ মাধ্যমিকের পর একাদশ শ্রেণিতেও কমল সিলেবাস, কোন বিষয়ে কী কী বাদ দেওয়া হল জেনে নিন

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হয়েছে ৷

#কলকাতা: দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পর এবার একাদশ শ্রেণির সিলেবাসও কাটছাঁট করা হল। বুধবারই এই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের মত একাদশ শ্রেণিতেও ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট করা হয়েছে। তবে প্রথম পর্যায়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উনিশটি বিষয়ের সিলেবাস কাটছাঁট সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তি আকারে জারি করল বৃহস্পতিবারে দ্বিতীয় দফায় বাকি বিষয়গুলোর কোন কোন অংশ বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। মূলত গত বছর পরীক্ষায় যে সমস্ত অধ্যায়ের অংশ থেকে প্রশ্ন এসেছিল সেই সমস্ত অংশগুলি বাদ দেওয়া হয়েছে একাদশ শ্রেণির সিলেবাস এর ক্ষেত্রে।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হয়েছে ৷
advertisement
এছাড়াও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বায়োলজিক্যাল সায়েন্স, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোজফি, সাইকোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশিওলজি, নিউট্রিশন, ভূগোল, ইতিহাস, কম্পিউটার সাযেন্স,এনভায়রনমেন্ট স্টাডিজের মত বিষয়গুলিতেও সিলেবাস কাটছাঁট করা হয়েছে। এই বিষয়গুলির কোন কোন অংশ সিলেবাস কাটছাঁট করা হয়েছে তাও ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ১৯টি বিষয়ের সিলেবাসের কাটছাঁটের অংশ বিস্তারিতভাবে দিলেও বৃহস্পতিবার এর মধ্যেই বাকি বিষয়গুলির বাদ দেওয়া অংশ সংসদ ওয়েবসাইটে প্রকাশ করবে বলেই জানিয়েছে। তবে সে ক্ষেত্রে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সাধারণত উচ্চমাধ্যমিকে পরীক্ষার সঙ্গেই নেওয়া হয়ে থাকে। সে ক্ষেত্রে উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত করেনি রাজ্য সরকার। সে ক্ষেত্রে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সূচি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচির সঙ্গেই ঘোষিত হবে বলেই সংসদ সূত্রে খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চ মাধ্যমিকের পর একাদশ শ্রেণিতেও কমল সিলেবাস, কোন বিষয়ে কী কী বাদ দেওয়া হল জেনে নিন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement