West Bengal BJP: চার রাজ্যের ফলাফলে ফ্যাক্টর মহিলা ভোট ব্যাঙ্ক, বঙ্গ বিজেপির নজরে এবার প্রমীলা বাহিনী

Last Updated:

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়...গোবলয়ের তিন রাজ্যে বিজেপির জয়। দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানা প্রথমবার কংগ্রেসের হাতে। বিজেপি শিবির বলছে, ‘‘এটা নরেন্দ্র মোদির জয়।’’ তৃণমূলের পাল্টা দাবি, ‘‘এটা বিজেপির জয় নয়, কংগ্রেসের হার।’’ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মহিলাদের ভোটেই বাজিমাত গেরুয়া শিবিরের।

চার রাজ্যের ফলাফলে ফ্যাক্টর মহিলা ভোট ব্যাঙ্ক, বঙ্গ বিজেপির নজরে এবার প্রমীলা বাহিনী
চার রাজ্যের ফলাফলে ফ্যাক্টর মহিলা ভোট ব্যাঙ্ক, বঙ্গ বিজেপির নজরে এবার প্রমীলা বাহিনী
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সেমিফাইনালে গেরুয়া ঝড়। ফাইনাল ম্যাচে তাই বঙ্গ বিজেপির নজরে এবার তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ক। মহিলা ভোটই বড় ফ্যাক্টর। মহিলাদের মন জিতেই বিধানসভা ভোটে জয়। চার রাজ্যের ফলে একই ছবি। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়…গোবলয়ের তিন রাজ্যে বিজেপির জয়। দক্ষিণ ভারতের রাজ্য তেলঙ্গানা প্রথমবার কংগ্রেসের হাতে। বিজেপি শিবির বলছে, ‘‘এটা নরেন্দ্র মোদির জয়।’’ তৃণমূলের পাল্টা দাবি, ‘‘এটা বিজেপির জয় নয়, কংগ্রেসের হার।’’ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মহিলাদের ভোটেই বাজিমাত গেরুয়া শিবিরের।
যেমন তেলঙ্গানা। এখানে মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতি দেয় কংগ্রেস। তেলঙ্গানার ভোটের ফলেই স্পষ্ট, মহিলাদের সিংহভাগের সমর্থনই কংগ্রেসের দিকে গিয়েছে। এই ছবি গোবলয়ের তিন রাজ্যেও। কংগ্রেসের হাত থেকে এবার ছত্তিশগড় ছিনিয়ে নিল বিজেপি। ছত্তিশগড়ে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার – ৮১ লক্ষ ৪১ হাজার ৬২৪। মহিলা ভোটার – ৮১ লক্ষ ৭২ হাজার ১৭১। এরকম একটা রাজ্যে মহিলাদের মন পেতে বিজেপি প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় এলে গরিবদের ৫০০ টাকায় রান্নার গ্যাস দেবে।
advertisement
advertisement
সব বিবাহিত মহিলাদের বছরে ১২ হাজার টাকা-সহ নানান প্রতিশ্রুতি। রাজস্থানও এবার কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল বিজেপি। এখানেও মহিলা ফ্যাক্টর কাজ করেছে বলে মত রাজনৈতিক মহলের । রাজস্থানে এবার মহিলারা বেশি ভোট দিয়েছেন। পুরুষ ভোট ৭৪.৫৩ শতাংশ। মহিলা ভোট ৭৪.৭২ শতাংশ। এই রাজস্থানেও মহিলাদের জন্য ভুরি ভুরি প্রতিশ্রুতি দেয় বিজেপি।
advertisement
শিশু কন্যাদের জন্য বন্ড, মেধাবী ছাত্রীদের জন্য স্কুটার ৷ প্রত্যেক জেলায় মহিলা পুলিশ স্টেশন। প্রত্যেক জেলায় অ্যান্টি রোমিও স্কোয়াড। আর মধ্যপ্রদেশে তো বিজেপিই ক্ষমতায়। সেখানে এ বছর শুরুতে শিবরাজ সিং চৌহান চালু করেন ‘লাডলি বহেনা’ প্রকল্প।
মধ্যপ্রদেশ মোট ভোটার – ৫ কোটি ৬০ লক্ষ ৫৮ হাজার ৫২১। মহিলা ভোটার- ২ কোটি ৭১ লক্ষ ৯৯ হাজার ৫৮৬। এর মধ্যে গরিব মহিলাদের জন্য লাডলি বহেনা প্রকল্প ৷ মাসে মাসে মহিলাদের ১ হাজার ২৫০ টাকা। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রকল্পর সুফল এবার দারুণভাবে পেয়েছে বিজেপি। তাই সরকার বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশে আবারও শিবরাজের রাজ। পশ্চিমবঙ্গেও মহিলা ভোট বড় ফ্যাক্টর। এবার চার রাজ্যের ভোটেও দেখা গেল, মহিলাদের ভোট যে দল পেয়েছে, শেষ হাসিও সেই দলই হেসেছে। বছর ঘুরলেই লোকসভা ভোট। তাই বঙ্গ বিজেপিও বাংলায় মহিলাদের মন পেতে এখন মরিয়া। বিজেপি মহিলা মোর্চা জেলায় জেলায় মহিলা কনভেনশন-সহ নানান রাজনৈতিক কর্মসূচি পালনের ভাবনা শুরু করেছে। তবে শাসক শিবির বলছে, ‘‘বিগত নির্বাচন গুলির মতো বাংলার মহিলারা লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখবে।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: চার রাজ্যের ফলাফলে ফ্যাক্টর মহিলা ভোট ব্যাঙ্ক, বঙ্গ বিজেপির নজরে এবার প্রমীলা বাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement