Kasba College Case Update: আইনজীবী তকমা আর থাকল না, কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ বার কাউন্সিলের

Last Updated:

দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে নির্যাতনে মূল অভিযুক্ত মনোজিৎ এবং তাঁর দুই সঙ্গীকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷

আইনজীবী হিসেবে মনোজিতের লাইসেন্স বাতিল৷
আইনজীবী হিসেবে মনোজিতের লাইসেন্স বাতিল৷
আইনজীবী হিসেবে কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের লাইসেন্স বাতিল করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল৷ দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে মনোজিতের৷ তার পরই তাঁর একের পর এক কুকীর্তির কথা সামনে এসেছে৷ মনোজিতের বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় পুরনো মামলার কথা জানা গিয়েছে৷ এর পরই এ দিন বৈঠক ডেকে মনোজিতের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিল বার কাউন্সিল৷
বার কাউন্সিলের এই সিদ্ধান্তের কথা কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের বিভিন্ন আদালতে জানিয়ে দেওয়া হচ্ছে৷ অন্যান্য রাজ্যের বার কাউন্সিলগুলিকেও নিজেদের মনোজিতের লাইসেন্স বাতিলের কথা জানিয়ে দেওয়া হচ্ছে৷
পাশাপাশি এ দিন বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, কসবা কাণ্ডে নির্যাতিতা ছাত্রীর যদি কোনও আইনি সাহায্য লাগে তাহেল বার কাউন্সিলের পক্ষ থেকে বিনামূল্যে সেই সাহায্য করা হবে৷ শুধু তাই নয়, ছাত্রীর চিকিৎসা সংক্রান্ত কোনও প্রয়োজন হলেও কাউন্সিল সাহায্য করবে৷ রাজ্য বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়্যারম্যান শ্যামল ঘটক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
advertisement
advertisement
দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রীকে নির্যাতনে মূল অভিযুক্ত মনোজিৎ এবং তাঁর দুই সঙ্গীকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ কসবা কাণ্ডের কথা প্রকাশ্যে আসতেই মনোজিতের বিরুদ্ধে সরব হয়েছেন কলেজের একাধিক বর্তমান এবং প্রাক্তন ছাত্রী৷ মনোজিতের বিরুদ্ধে অতীতেও ছাত্রীদের হেনস্থা, পড়ুয়াদের হুমকি, মারধরের মতো অভিযোগ সামনে এসেছে৷ এর পরই ধৃত ছাত্রনেতার আইনজীবী তকমা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বার কাউন্সিল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba College Case Update: আইনজীবী তকমা আর থাকল না, কসবা কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ বার কাউন্সিলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement