West Bengal Assembly: ‘অপারেশন সিঁদুর' সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ সম্মান, বিধানসভায় প্রস্তাব আজ

Last Updated:

West Bengal Assembly: পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি শোকজ্ঞাপন করে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর' সফলভাবে সম্পন্ন করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে।

বিধানসভায় বিশেষ প্রস্তাব
বিধানসভায় বিশেষ প্রস্তাব
কলকাতা: পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি শোকজ্ঞাপন করে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এই সরকারি প্রস্তাবের উপর দু’ঘণ্টা ধরে আলোচনা চলবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওইদিনের আলোচনায় অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন অধ্যক্ষ।
তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অপরেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে কর্ণপাত না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে প্রস্তাব আনা হচ্ছে।
advertisement
advertisement
পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দা ও সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনা অভিযানকে কুর্নিশ জানিয়ে এই বিশেষ প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার আলোচনা হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই আলোচনায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে শাসক দলের পক্ষে চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, ব্রাত্য বসু, মধুপর্ণা ঠাকুর ও মোশারফ হোসেন বক্তব্য পেশ করতে পারেন।
advertisement
পহেলগাঁও জঙ্গি হামলা ও সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনা অভিযান নিয়ে প্রস্তাব-সহ অন্য প্রস্তাবগুলির ক্ষেত্রেও গেরুয়া শিবির কী অবস্থান নেবে তা এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার সকালে অধিবেশনের প্রাক্কালে বিজেপি বিধায়কদের একটি বৈঠক হওয়ার কথা। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
advertisement
সেনাকে সম্মান জানিয়ে শাসকদলের তরফে বিশেষ প্রস্তাব আনবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই। খসড়া অনুযায়ী, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের নিহত হওয়ার প্রতিবাদ, জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতিতে জনতার পাশে দাঁড়ানো-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।
ইতিমধ্যেই অপারেশন সিঁদুর নিয়ে জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। মোদি-শাহের বক্তব্যে বারবার উঠে এসেছে এটি। পাল্টা তৃণমূল কংগ্রেস অবশ্য জানিয়েছে, তারা কোনও রাজনীতি করতে চায় না জাতীয় সুরক্ষা নিয়ে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: ‘অপারেশন সিঁদুর' সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ সম্মান, বিধানসভায় প্রস্তাব আজ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement