West Bengal Assembly: মিহিরের পা ভাঙার হুমকি উদয়নের, বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়

Last Updated:

অভিযোগ, এ দিন প্রস্তাবের পক্ষে বলতে উঠে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভেঙে দেওয়ার হুমকি দেন সদ্য নির্বাচনে জিতে আসা উদয়ন (West Bengal Assembly)৷

বিধানসভায় মিহিরকে হুমকি দেওয়ার অভিযোগ উদয়নের বিরুদ্ধে৷
বিধানসভায় মিহিরকে হুমকি দেওয়ার অভিযোগ উদয়নের বিরুদ্ধে৷
#কলকাতা: প্রত্যাশিত ভাবেই বিধানসভায় পাস হয়ে গেল বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় আনা প্রস্তাব৷ কিন্তু এই প্রস্তাব পাসকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন৷ যার কেন্দ্রে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য৷
অভিযোগ, এ দিন প্রস্তাবের পক্ষে বলতে উঠে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভেঙে দেওয়ার হুমকি দেন সদ্য নির্বাচনে জিতে আসা উদয়ন৷ যে বক্তব্যকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে৷ এই উত্তেজনার মধ্যেই ১১২-৬৩ ভোটের ব্যবধানে বিধানসভায় পাশ হয়ে যায় বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব৷
advertisement
advertisement
উদয়ন গুহর এই মন্তব্যকে অবশ্য সমর্থন করেনি শাসক দলও৷ উদয়ন গুহর নিজের অবশ্য দাবি, পা ভেঙে দেওয়ার কথা তিনি বলেননি৷
সম্প্রতি সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভিতরের এলাকা পর্যন্ত বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার৷ এই প্রস্তাবের বিরোধিতায় এ দিন বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য সরকার৷ প্রস্তাবের পক্ষে তৃণমূল কংগ্রেসের হয়ে অন্যতম বক্তা ছিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ৷
advertisement
প্রস্তাবের পক্ষে বলতে উঠে গুহ অভিযোগ করেন, 'বিএসএফের মদত ছাড়া পাচার চোরাচালান হতে পারে না৷ ভোটে হেরে বাংলায় দ্বৈত শাসন চালাতে চাইছে বিজেপি৷' উদয়নের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি বিধায়করা৷ দু' পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায়৷ অভিযোগ, এর পরেই কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে উদ্দেশ করে উদয়ন গুহ বলেন, 'এক পা ভেঙেছে, অন্য পাও ভেঙে দেব৷'
advertisement
উদয়ন গুহর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'শুনে মনে হচ্ছিল একজন বিধায়ক নন, কোনও দুষ্কৃতী হুমকি দিচ্ছেন৷ একজন বিধায়কের উদ্দেশে অন্য একজন বিধায়ক কীভাবে এমন ভাষা ব্যবহার করতে পারেন?'
advertisement
শাসক দল তৃণমূল কংগ্রেসও যে উদয়নের এই মন্তব্যকে সমর্থন করছে না, তা বুঝিয়ে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি বলেন, 'আমাদের দলের হোন বা বিরোধী পক্ষের, সংস্কৃতির বাইরে গিয়ে কেউ কথা বলুন এটা চাই না৷' উদয়নের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও৷
যদিও পরে উদয়ন গুহ দাবি করেন, 'আমি একবারও বলিনি হাত পা ভেঙে দেব৷ আমি বলেছি আপনার একবার পা ভেঙেছে, সাবধানে থাকুন৷ লাফালাফি করলে আর একটা পাও ভেঙে যেতে পারে৷ উনি আমার জেলারই লোক, প্রবীণ বিধায়ক, ওনার হাত- পা ভেঙে গেলে সেটা আমার দায়িত্ব না?'
advertisement
এ দিন রাজ্য সরকারের আনা প্রস্তাবেরও সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর কটাক্ষ, 'শাসক দলের বিধায়কদের কথা শুনে মনে হচ্ছিল ভারতবর্ষে নয়, আফগানিস্তান বা পাকিস্তানের কোনও প্রদেশের বিধানসভায় বসে আছি৷ বিএসএফ-এর এক্তিয়ার বাড়িয়ে আশি কিলোমিটার করা উচিত৷'
রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, 'এটা বিএসএফ-এর বিরুদ্ধে কোনও প্রস্তাব নয়৷ এই সিদ্ধান্ত রাজ্যের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে দেবে৷ এই সিদ্ধান্ত বিএসএফ আইনেরও বিরুদ্ধে৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly: মিহিরের পা ভাঙার হুমকি উদয়নের, বিএসএফ-এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাশ বিধানসভায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement