Madan Mitra: নারদ মামলায় জামিন পেয়ে খোশমেজাজে মদন, কলকাতাতেই চালালেন টয় ট্রেন!

Last Updated:

ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত কার্তিক পুজোয় এবার অভিনব আয়োজন করা হয়েছে৷ থাকছে টয় ট্রেন এবং রোপওয়েতে চড়ার সুযোগ (Madan Mitra)৷

টয় ট্রেনে নাতিকে নিয়ে মদন মিত্র৷
টয় ট্রেনে নাতিকে নিয়ে মদন মিত্র৷
# কলকাতা : মদন মিত্র (Madan Mitra) আর চমক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ এবার কলকাতার রাস্তায় নাতিকে নিয়ে টয় ট্রেন চালালেন কামারহাটির বিধায়ক৷ নিছক মজা নয়, টয় ট্রেন চালিয়ে পেট্রোল ডিজেলের চড়া দামের প্রতিবাদ করলেন তৃণমূল নেতা৷
ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত কার্তিক পুজোয় এবার অভিনব আয়োজন করা হয়েছে৷ থাকছে টয় ট্রেন এবং রোপওয়েতে চড়ার সুযোগ৷ সেই ব্যাটারি চালিত ট্রেনে বসেই মদনের কটাক্ষ, কেন্দ্রীয় সরকার সব ট্রেন বিক্রি করে দিচ্ছি, তাই টয় ট্রেনে চড়েই প্রতিবাদ করলেন তিনি৷
advertisement
advertisement
মঙ্গলবার নারদ মামলায় সিটি সেশন কোর্টে সিবিআই ইডি-র বিশেষ আদালতে হাজিরা দেন মদন মিত্র৷ ফিরাহদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রকেও কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তরবর্তী জামিন দেন বিচারক৷ এর পরই খোশমেজাজে ভবানীপুরে নিজের পাড়ায় কার্তিক পুজোয় হাজির হন কামারহাটির বিধায়ক৷
মদন  মিত্র ট্রয় ট্রেনে ভ্রমণ করতে করতে জানান, 'আদালতের  রায়ে খুশি। এটা বিচারাধীন বিষয়। বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই। তবে ভয় দেখিয়ে চমকিয়ে কিছু করা যাবে না।'
advertisement
এছাড়াও মদন মিত্র জানান,  'পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে এবার ব্যাটারি চালিত ট্রয় ট্রেন করে রাস্তায় বেরোতে হবে। তাই এই অভিনব প্রতিবাদ৷'
এদিন মদন মিত্র কার্তিক পুজো উদ্বোধন করেন। এমন কি,  তিনি ধামশা মাদলও বাজান। তাঁকে ঘিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বরাবরের মতোই খোশ মেজাজে ছিলেন কালারফুল মদন মিত্র। ট্রেনে চড়তে চড়তে বলে দিলেন, 'ওহ লাভলি!'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: নারদ মামলায় জামিন পেয়ে খোশমেজাজে মদন, কলকাতাতেই চালালেন টয় ট্রেন!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement