#কলকাতা: একুশের বিধানসভা ভোটের আজ প্রথম দফা। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে। এবার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন করেছে কমিশন। থাকছে কুইক রেসপন্স টিম। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। এছাড়া ঝাড়গ্রামের চার আসনে থাকছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা পরিস্থিতিতে বুথেও থাকছে বিশেষ ব্যবস্থা।