• HOME
  • »
  • NEWS
  • »
  • kolkata
  • »
  • WEST BENGAL ASSEMBLY ELECTION LIVE UPDATES 79 79 PERCENT TURNOUT TILL 5PM IN BENGAL AC
liveLIVE NOW

West Bengal Election 2021 1st Phase Live: জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৯.৭৯%

  • | March 27, 2021, 17:45 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 2 YEARS AGO

    AUTO-REFRESH

    Mar 27, 2021 19:39 (IST)

    শেষ হল প্রথম দফার ভোটগ্রহণের সময়সীমা

    Mar 27, 2021 18:37 (IST)

    বিকেল সাড়ে ৫টা  পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ
    নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী, বিকেল সাড়ে ৫টা  পর্যন্ত বাঁকুড়ায় ৮০.০৩ শতাংশ, ঝাড়গ্রামে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ এবং পুরুলিয়ায় ৭৭.১৩ শতাংশ ভোট পড়েছে।

    Mar 27, 2021 18:36 (IST)
    শেষ হল প্রথম দফার ভোটগ্রহণের সময়সীমা।

    Mar 27, 2021 17:42 (IST)
    বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ

    Mar 27, 2021 17:36 (IST)
    বাঘমুণ্ডি কেন্দ্রে উত্তেজনা
    বাঘমুণ্ডি হাইস্কুলের বুথে উত্তেজনা
    স্লোগান দিতে দিতে বুথে ঢোকার অভিযোগ

    Mar 27, 2021 17:31 (IST)
     খেজুরির বুথে উত্তেজনা

    একাধিক ভোট দেওয়ার অভিযোগ
    পরিবারের সবার ভোট দেন একজন
    অভিযোগ পেয়ে বুথে সিপিএম প্রার্থী হিমাংশু দাস
    প্রিসাইডিং অফিসারের সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা

    Mar 27, 2021 17:20 (IST)

    আজ যে ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে ১০টি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল। ২০টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। প্রথম দফায় উল্লেখ্যজনক লাভ। শুরুটা ভালো হল, ট্যুইট ডেরেক ও'ব্রায়েন এর

    Mar 27, 2021 17:15 (IST)

    বাঁকুড়ায় ভোট পড়েছে ৬৮.০৩ শতাংশ

    ঝাড়গ্রামে ভোট পড়েছে ৭২.১০ শতাংশ

    পশ্চিম মেদিনীপুরে ভোট পড়েছে ৬৮.৭৬ শতাংশ

    পূর্ব মেদিনীপুরে ভোট পড়েছে ৭২.৩৮ শতাংশ

    পুরুলিয়ায় ভোট পড়েছে ৬৯.২৪ শতাংশ 

    Mar 27, 2021 16:57 (IST)

    বিকেল ৪টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭০.১৭ শতাংশ, জানালো কমিশন। 

    #কলকাতা: একুশের বিধানসভা ভোটের আজ প্রথম দফা। প্রথম দফায় দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের ৩০ কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ১০ হাজার ২৮৮ বুথে ভোটগ্রহণ হবে। এবার নির্বিঘ্নে ভোট করা কমিশনের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রথম দফার ভোটে ৬৭ হাজার ১০০ আধাসেনা মোতায়েন করেছে কমিশন। থাকছে কুইক রেসপন্স টিম। প্রতি বুথে ৪ জন করে আধাসেনা ও ১ জন রাজ্য পুলিশ থাকছে। পশ্চিম মেদিনীপুরে থাকছে ১৩ হাজার ৯০০ আধাসেনা। পূর্ব মেদিনীপুরে ১৬ হাজার ৯০০ আধাসেনা। বাঁকুড়ায় ৯ হাজার ২০০ এবং পুরুলিয়ায় ১৮ হাজার ৬০০ আধাসেনা থাকছে। এছাড়া ঝাড়গ্রামের চার আসনে থাকছে ১৪ হাজার ৪০০ আধাসেনা। করোনা পরিস্থিতিতে বুথেও থাকছে বিশেষ ব্যবস্থা।