Narendra Modi on 8th Phase Vote: 'গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন', শেষ দফায় বঙ্গবাসীকে আবেদন প্রধানমন্ত্রীর

Last Updated:

বাংলার বাসিন্দাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদির (Narendra Modi Tweet) ট্যুইট, 'আজ বাংলার ৮ম দফার নির্বাচন। কোভিড-১৯ এর নিয়মবিধি মেনেই আমি সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাই।'

নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি।
#নয়াদিল্লি: বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Election) শেষ অর্থাৎ অষ্টম দফা (8th Phase Vote) ভোটের আগেও নিয়ম মাফিক ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলার বাসিন্দাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোদির ট্যুইট, 'আজ বাংলার ৮ম দফার নির্বাচন। কোভিড-১৯ এর নিয়মবিধি মেনেই আমি সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে ভোট দেওয়ার অনুরোধ জানাই।'
advertisement
পাশাপাশি বাংলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত করতে বাংলার মানুষকে ভোটদানের আর্জি জানিয়েছেন অমিত শাহ (Amit Shah)। নিয়মমাফিক বাংলাতেই ট্যুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন  ট্যুইটে তিনি লিখেছেন, '‌আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন। আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোটদান করুন।'
advertisement
এদিন কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে পুনর্নিবাচন রয়েছে। সেখানেও সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলের পতাকা লাগানো গাড়ি নিয়ে বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মন ঘুরছেন বলে অভিযোগ তৃণমূলের।
advertisement
বাংলার ৮ম দফার নির্বাচনে মালদহ জেলার ৬টি আসনে, মানিকচক, মালদা, ইংলিশবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগরে ভোট রয়েছে। মুর্শিদাবাদের ১১ আসন-- খড়গ্রাম, বড়ঞাঁ, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গিতে নির্বাচন। কলকাতার ৭ আসনের মধ্যে রয়েছে চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়া। বীরভূমের ১১ আসনের মধ্যে রয়েছে দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসন, নলহাটি, মুরারই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi on 8th Phase Vote: 'গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করুন', শেষ দফায় বঙ্গবাসীকে আবেদন প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Kuldeep Singh Sengar Bail Update: উন্নাও ধর্ষণ মামলায় সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা, সুপ্রিম কোর্টে গেল সিবিআই!
  • উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতা৷

  • সুপ্রিম কোর্টে মামলা করল সিবিআই৷

  • দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান প্রাক্তন বিজেপি বিধায়ক৷

VIEW MORE
advertisement
advertisement