Election Commission: আগে ডেরেকরা-পরে কৈলাস, কমিশনের দরজায় নালিশ শুরু তৃণমূল-বিজেপির
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে। এর পাশাপাশি, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল থেকে যে অশান্তির খবর আসছে তা নিয়েও নালিশ জানাবে তৃণমূল।
#কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal election 2021 Phase 1) প্রথম দফার ভোট শুরু হতেই অভিযোগ-পাল্টা অভিযোগের আসরে নেমেছে বিজেপি ও রাজ্যের শাসকদল। ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুর ১২টায় দশজন তৃণমূল সাংসদের প্রতিনিধি দল অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে। এর পাশাপাশি, রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সকাল থেকে যে অশান্তির খবর আসছে তা নিয়েও নালিশ জানাবে তৃণমূল। বিভিন্ন ঘটনা নিয়ে অভিযোগ জানাবেন তৃণমূল সাংসদরা।
ভোটের হার নিয়ে কমিশনের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, 'ঘনঘন ভোটের হার পরিবর্তন করছে কমিশন। ৫ মিনিটে ভোটের হার কমে কীভাবে?' প্রশ্ন তুলেছে তৃণমূল। ট্যুইটে ভোটের হার উল্লেখ করে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন ভোট শুরু হওয়ার পর তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, 'মে মাসের ২ তারিখে বাংলায় তৃণমূল জিতবে। বাংলার মেয়ে বংলার বিশ্বাসঘাতকতে নিজের জায়গায় পরাজিত করবে। মোদি-শাহ সব ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাক।'
advertisement
What is happening @ECISVEEP?! Could you explain how voting percentage drastically reduced to half within a gap of just 5 minutes?! Shocking!@CEOWestBengal, please look into this urgently! pic.twitter.com/LK1lSvKa8q
— All India Trinamool Congress (@AITCofficial) March 27, 2021
advertisement
অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিজেপিও যাচ্ছে নির্বাচন কমিশনে। শনিবার দুপুর ২টোয় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা এ রাজ্যের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় যাবেন নির্বাচন কমিশনে।
advertisement
৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ দিয়ে শুরু হল বঙ্গে ভোট। আর সেই ভোটগ্রহণের শুরু থেকেই পাওয়া যাচ্ছে অশান্তির আঁচ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে অশান্তি। যদিও ভোটগ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরার মতো বিধানসভা কেন্দ্র। ভোটের আগের রাতে পটাশপুর দু নম্বর ব্লক এলাকার সাতসতমাল এলাকায় গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন পটাশপুর থানার ওসি ও কয়েকজন অফিসার-কর্মী। সেখানেই আক্রান্ত হন তাঁরা। ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য সহ আহত বেশ কয়েকজন পুলিশ। তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। আহত ওসিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রেফার করা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হবে তাঁকে। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 27, 2021 11:02 AM IST







