Gangs of Wasseypur Real story: গ্যাংস্টার প্রিন্সকে ধরতে মরিয়া বাংলা-ঝাড়খণ্ড পুলিশ, নজরে 'গ্যাংস ওফ ওয়াসেপুর'
- Published by:Teesta Barman
- Written by:Sourav Tewari
Last Updated:
Gangs of Wasseypur Real story: বুধবার 'গ্যাংস ওফ ওয়্যাসেযপুর'-এর অন্যতম গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবাল এবং ইকবালের ছায়াসঙ্গী ঢালু মিয়াকে এলোপাথাড়ি গুলি করে এই গ্যাংস্টার প্রিন্স খানের সাকরেদরা।
কলকাতা: সিটের পর এবার গ্যাংস্টার প্রিন্স খানকে হাতে পেতে মরিয়া বাংলা এবং ঝাড়খণ্ড পুলিশ। নজরে ‘গ্যাংস ওফ ওয়্যাসেপুর’। কয়লা মাফিয়া রাজু ঝা হত্যার তদন্ত পর্যায়ে সিটের নজরে একাধিক শুটার। পাশাপাশি গ্যাংস্টার শুটারদের খোঁজ পেতে গ্যাংস্টার অমান সিংকে হাজারীবাগ জেলে গিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।
ধনবাদের ছোটে সরকার নামে পরিচিত গ্যাংস্টার প্রিন্স খানের বিষয়েও খোঁজ খবর, তল্লাশি চালানো হয়েছিল সিট এবং ঝাড়খণ্ড পুলিশের যৌথ উদ্যোগে। প্রিন্স খানের বাড়ির লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পুলিশের তরফে।
advertisement
বুধবার রাতে ধানবাদের ব্যাংক মোড় সংলগ্ন এলাকায় ‘গ্যাংস ওফ ওয়্যাসেযপুর’-এর অন্যতম গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবাল এবং ইকবালের ছায়াসঙ্গী ঢালু মিয়াকে এলোপাথাড়ি গুলি করে এই গ্যাংস্টার প্রিন্স খানের সাকরেদরা। যদিও গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে এই মুহুর্তে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন। এই ঘটনায় নাম জড়িয়েছে প্রিন্স খানের। যদিও প্রিন্স খান দীর্ঘ দিন ধরে পলাতক কিন্তু ওয়াসেপুরে তার গ্যাং-এর লোকদের কথাই শেষ কথা। রাজু ঝার খুনের পরই বাংলার পুলিশের খাতায় উঠে আসে গ্যাংস্টার প্রিন্স খানের নাম।
advertisement
যদিও এই ঘটনার পরই রাজু ঝার খুনের ঘটনার সাক্ষীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি সিনেমা পর্দার দৌলতে রাতারাতি পরিচিতি পায় ওয়াসেপুরের গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে।
advertisement
পাশাপাশি পুলিশ সূত্রে খবর গ্যাংস্টার ফাহিম খানের বড় ছেলে ইকবাল এই মুহূর্তে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন আছে। যার কারণে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে নিরাপত্তা চেয়েছে ঝাড়খণ্ড পুলিশ। এই ঘটনার পরই রাজু ঝার খুনের ঘটনার সাক্ষীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 11:56 AM IST