West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা

Last Updated:

জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷

অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
#কলকাতা: গত কয়েকদিন ধরে হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো বিভিন্ন জায়গায় জনজীবন ব্যাহত করে যারা গন্ডগোল পাকিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার৷ সরকারি- বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ মতো ঘটনায় এখনও পর্যন্ত গোটা রাজ্যে বিয়াল্লিশটি মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ৷ সবমিলিয়ে দুশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম৷
জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷ তবে হাওড়ার যে এলাকাগুলিতে গন্ডগোল ছড়িয়েছিল, সেখানে আরও তিন দিন ১৪৪ ধারা বজায় থাকবে৷ এ দিন সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷
নদিয়ার বেথুয়াডহরি, নাকাশিপাড়ায় গতকাল ট্রেন ভাঙচুর সহ যে গন্ডগোলের ঘটনা ঘটেছে, তাতেও পুলিশ এবং জিআরপি কড়া ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের ওই শীর্ষ কর্তা৷ শুধু গতকালের ঘটনাতেই পঁচিশজনের বেশি গ্রেফতার করা হয়েছে৷ গন্ডগোলের ঘটনায় যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে বলেও দাবি করেছেন জাভেদ শামিম৷
advertisement
advertisement
এ দিন সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, 'আজ সকাল থেকে রাজ্যের সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক৷ সিনিয়র অফিসারদের রাস্তায় নেমে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যাঁরা গন্ডগোল পাকিয়েছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেই মতো চার্জশিট তৈরি করা হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ৷'
advertisement
কীভাবে এত সংখ্যক মানুষ জড়ো হয়ে রাস্তা, রেল পথ অবরুদ্ধ করে রাখল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই সমস্ত ঘটনার পিছনে কাদের পরিকল্পনা বা চক্রান্ত রয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাভেদ শামিম৷ গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷
যদিও জাভেদ শামিম একই সঙ্গে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় গন্ডগোল হয়েছে৷ পুলিশ প্রশাসনের সক্রিয়তার কারণেই গন্ডগোল অন্যত্র ছড়ায়নি৷ কোনও ধরনের গুজব ছড়ানো থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement