West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা

Last Updated:

জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷

অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
অশান্তি পাকানোর ঘটনায় কড়া রাজ্য প্রশাসন৷
#কলকাতা: গত কয়েকদিন ধরে হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়ার মতো বিভিন্ন জায়গায় জনজীবন ব্যাহত করে যারা গন্ডগোল পাকিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার৷ সরকারি- বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ মতো ঘটনায় এখনও পর্যন্ত গোটা রাজ্যে বিয়াল্লিশটি মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ৷ সবমিলিয়ে দুশোর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম৷
জাভেদ শামিম আরও দাবি করেছেন, গত ৪৮ ঘণ্টায় হাওড়া জেলায় নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি৷ তবে হাওড়ার যে এলাকাগুলিতে গন্ডগোল ছড়িয়েছিল, সেখানে আরও তিন দিন ১৪৪ ধারা বজায় থাকবে৷ এ দিন সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷
নদিয়ার বেথুয়াডহরি, নাকাশিপাড়ায় গতকাল ট্রেন ভাঙচুর সহ যে গন্ডগোলের ঘটনা ঘটেছে, তাতেও পুলিশ এবং জিআরপি কড়া ব্যবস্থা নিয়েছে বলে দাবি করেছেন রাজ্য পুলিশের ওই শীর্ষ কর্তা৷ শুধু গতকালের ঘটনাতেই পঁচিশজনের বেশি গ্রেফতার করা হয়েছে৷ গন্ডগোলের ঘটনায় যারাই প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, তা নিশ্চিত করা হবে বলেও দাবি করেছেন জাভেদ শামিম৷
advertisement
advertisement
এ দিন সাংবাদিক বৈঠকে জাভেদ শামিম বলেন, 'আজ সকাল থেকে রাজ্যের সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক৷ সিনিয়র অফিসারদের রাস্তায় নেমে নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যাঁরা গন্ডগোল পাকিয়েছেন, তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেই মতো চার্জশিট তৈরি করা হবে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ৷'
advertisement
কীভাবে এত সংখ্যক মানুষ জড়ো হয়ে রাস্তা, রেল পথ অবরুদ্ধ করে রাখল, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এই সমস্ত ঘটনার পিছনে কাদের পরিকল্পনা বা চক্রান্ত রয়েছে, তাও খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাভেদ শামিম৷ গ্রেফতারির সংখ্যা আরও বাড়বে বলেও দাবি করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷
যদিও জাভেদ শামিম একই সঙ্গে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় গন্ডগোল হয়েছে৷ পুলিশ প্রশাসনের সক্রিয়তার কারণেই গন্ডগোল অন্যত্র ছড়ায়নি৷ কোনও ধরনের গুজব ছড়ানো থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন এডিজি আইনশৃঙ্খলা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Violence: অশান্তিতে ধৃতদের সর্বোচ্চ শাস্তি, কাউকে রেয়াত নয়, জানালেন এডিজি আইনশৃঙ্খলা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement