Weather Update: প্রবল ঠান্ডার মধ্যে কলকাতায় নতুন এই বিপদ, সতর্ক করছেন পরিবেশবিদরা

Last Updated:

Weather Update: এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঠান্ডাই নয়, এবার নতুন বিপদ কলকাতাতে।

আবহাওয়া
আবহাওয়া
#কলকাতা: কলকাতায় ঠান্ডার দাপট অব্যাহত। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঠান্ডাই নয়, এবার নতুন বিপদ কলকাতাতে। দিল্লিতেও পাল্লা দিয়ে ঠান্ডা বৃদ্ধির পাশাপাশি দূষণও বেড়েছিল। তার জেরে সতর্ক করেছিলেন আবহাওয়াবিদরা। এবার শীতে তেমনই ছবি দেখা গেল কলকাতায়। তিলোত্তমার দূষণের যে চিত্র সামনে এসেছে, তা ঘিরে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে পরিবেশবিদদের কপালে।
কলকাতার সকালের দূষণ চিত্র অবাক করে দেওয়ার মতো। বালিগঞ্জে দূষণের মাত্রা ৩০৪ মাইক্রোগ্রাম। বিধাননগরে ৩১৯ মাইক্রোগ্রাম। ফোর্ট উইলিয়ামে ২৫৯ মাইক্রোগ্রাম। যাদবপুরে ৩১৪ মাইক্রোগ্রাম। রবীন্দ্রসরোবর ২৪৫ মাইক্রোগ্রাম। রবীন্দ্রভারতীতে ৩০০ মাইক্রোগ্রাম।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৩০৯ মাইক্রোগ্রাম।
advertisement
কলকাতার রাতের দূষণ চিত্র যেন সকালকে টেক্কা দিচ্ছে। বালিগঞ্জ ৩১১ মাইক্রোগ্রাম। বিধাননগর ৩১৯ মাইক্রোগ্রাম। ফোর্ট উইলিয়াম ২৫৮ মাইক্রোগ্রাম। যাদবপুর ৩২৩ মাইক্রোগ্রাম। রবীন্দ্রভারতী ৩০৯ মাইক্রোগ্রাম। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ৩১৮ মাইক্রোগ্রাম।
advertisement
রবীন্দ্রসরোবর ২৬৮ মাইক্রোগ্রাম।
কলকাতার গড় দূষণ মাত্রা ১৯৭ মাইক্রোগ্রাম। রাজ্যের গড় দূষণ মাত্রাপিএম ২.৫ - ১১৫, এমজি, পিএম ১০-১৮৯ এমজি। দৃষণের এই চিত্র মোটেও স্বাভাবিক নয়। স্বাভাবিকের থেকে শহরে দূষণের মাত্র কয়েক গুণ বেড়ে গিয়েছে।
advertisement
এ বিষয়ে পরিবেশবিদদের দাবি, নির্মাণজনিত দূষণ অনেক বেড়ে গিয়েছে।প্রচুর গাড়ি চলাচল করছে এবং বাইরে থেকে শহরে আসছে। এতে দূষণ ছড়ানোর প্রবণতা বাড়ছে। এই বাইরে আরও বেশ কিছু কারণে শহরে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এই দূষণের জেরে একাধিক রোগেও ভুগতে পারেন অনেকে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের সাবধান করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update: প্রবল ঠান্ডার মধ্যে কলকাতায় নতুন এই বিপদ, সতর্ক করছেন পরিবেশবিদরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement