Weather Update Rain forecast in West Bengal: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা

Last Updated:

গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। ‘তাপের শাসন’ মুক্তির আভাস দিল হাওয়া অফিস।

অবশেষে মিলল কলকাতায় বৃষ্টির পূর্বাভাস।
অবশেষে মিলল কলকাতায় বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা: গরমের দাপট থেকে মুক্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েক দিন ধরে টানা তাপপ্রবাহ চলছিল দক্ষিণবঙ্গে, তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। ‘তাপের শাসন’ মুক্তির আভাস দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম, সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কী ভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে, যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
advertisement
advertisement
বৃষ্টি হলে গরম থেকে কয়েক দিনের জন্য রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গ। প্রায় ৬ থেকে ৮ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ৪-৬ থেকে কমতে পারে, এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গলবার। বুধ-বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনও কোনও জেলায়।
advertisement
উত্তরবঙ্গে রবিবার থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দমকা হাওয়ার সঙ্গে তীব্র বৃষ্টি হতে পারে, চলবে মঙ্গলবার পর্যন্ত। গত কয়েক দিন মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহ চললেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে, তাই তাপমাত্রা কমবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Weather Update Rain forecast in West Bengal: অবশেষে স্বস্তি, সোমবার থেকেই বৃষ্টি দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে কমতে চলেছে তাপমাত্রা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement