ইংরেজদের সঙ্গে সুভাষচন্দ্র লড়েছিলেন, গুন্ডাদের সঙ্গে আমরা লড়ব : হার্দিক পটেল
Last Updated:
#কলকাতা: উনিশের লক্ষে উনিশের ব্রিগেড ৷ মোদিকে হারাতে কাণ্ডারী মমতা। লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চে জোটবদ্ধ মোদি-বিরোধী রাজনৈতিক দলের নেতারা ৷
শনিবার ব্রিগেডের মঞ্চে হাজির উত্তর থেকে দক্ষিণ ৷ ‘ইউনাইটেড ইন্ডিয়া’-র মঞ্চ থেকেই ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি বিরোধিতায় একজোট বিরোধীরা ৷ ব্রিগেডের মঞ্চ থেকে ‘অপশাসন-দুর্নীতি’-র বিরুদ্ধে লড়াইয়ের ডাক হার্দিক-জিগনেশদের ৷ শনিবার ব্রিগেডের সভায় পতিদার নেতা হার্দিক পটেল বলেন, ‘‘এই জনসমুদ্র নয়া বিপ্লব আনবে ৷ চোরেদের বিরুদ্ধে লড়তে হবে ৷ দেশ থেকে তাড়াতে হবে গুন্ডাদের ৷ ইংরেজদের সঙ্গে সুভাষচন্দ্র লড়েছিলেন ৷ গুন্ডাদের সঙ্গে আমরা লড়ব ৷’’
advertisement
‘ছাতি ৫৬ ইঞ্চি ৷ কিন্তু হৃদয় এত ছোট কেন ?’ ব্রিগেডের মঞ্চ থেকে এই প্রশ্নই তুললেন হার্দিক পটেল ৷
advertisement
লোকসভা ভোটের আগে এক মঞ্চে এক প্রাক্তন প্রধানমন্ত্রী, চার মুখ্যমন্ত্রী ও ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। কড়া নজরদারির আওতায় ব্রিগেড। ২০০টি পুলিশ পিকেট। ছ’টি ওয়াচ টাওয়ার। ড্রোনে নজরদারি। থাকবে অতিরিক্ত ১০ হাজার পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা । তৈরি বিপর্যয় মোকাবিলা দল, অ্যাম্বুল্যান্স।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 19, 2019 1:21 PM IST