WB Panchayat Election 2023: সব ভোটকর্মীর ব্যাগে কার্বলিক অ্যাসিড ঢুকিয়ে দিচ্ছে কমিশন, কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:

WB Panchayat Election 2023: ভোটের লাইনে বা বুথে যে বিষধরের হামলা হবে না, তা আর কে বলতে পারে!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট। উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামের বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতেই হবে পঞ্চায়েত ভোট। আগামী ৮ জুলাই  বর্ষার জলে এমনিতেই সাপ, পোকামাকড়ের উপদ্রব বাড়ে। ফলে ভোটের লাইনে বা বুথে যে বিষধরের হামলা হবে না, তা আর কে বলতে পারে!
হঠাৎ যদি বুথে ঢুকে পড়ে সাপ! কী করবেন ভোটকর্মীরা? ভোট সামলাবেন, নাকি সাপ তাড়াবেন! ভোটকর্মীরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন সে জন্য এ বার বুথে থাকবে কার্বলিক অ্যাসিড। ভোটকর্মীদের প্রত্যেকের ব্যাগে এমনিতেই ভোটের সরঞ্জাম হিসেবে কমিশনের দেওয়া বাধ্যতামূলক কিছু জিনিস রাখতেই হয়।
আরও পড়ুন: আদালতের চাপে হল কাজ, বিরাট সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের! বিরোধীদের মুখে চওড়া হাসি
ভোটের দিন কত হ্যাপাই না পোহাতে হয় ভোটকর্মীদের। তাই অন্তত সাপের উপদ্রব থেকে তাঁদের নিশ্চিন্ত রাখতে সঙ্গে দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড। পেন, পেনসিল, গালা, সেলোটেপ-সহ নানা সরঞ্জাম দেওয়া হয়। এ বার তার সঙ্গে যুক্ত হতে চলেছে কর্বোলিক অ্যাসিডও।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
প্রশাসনের এক আধিকারিকের কথায়, ‘অনেক বোতল চলেও এসেছে। সেইগুলি ব্যাগের মধ্যে ঢোকানো শুরু হয়েছে।’ ২০১৮ সালের পঞ্চায়েত ভোটেই প্রথম ভোটকর্মীদের ব্যাগে কার্বলিক অ্যাসিড রাখতে হয়েছিল। এবারও সেই একই সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: সব ভোটকর্মীর ব্যাগে কার্বলিক অ্যাসিড ঢুকিয়ে দিচ্ছে কমিশন, কারণ জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement