WB Municipal Election 2022: দুটি বুথে পুনঃনির্বাচন! পুরভোট নিয়ে রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠকের পরেই সিদ্ধান্ত

Last Updated:

WB Municipal Election 2022: রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। প্রায় ঘণ্টাখানেক কথা হয় তাঁদের। পুরভোট সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যপালকে জানান তিনি।

#কলকাতা : পুরভোট নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার (Election Commission)। এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের (WB Municipal Election 2022) সঙ্গে দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। প্রায় ঘণ্টাখানেক কথা হয় তাঁদের। পুরভোট সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যপালকে জানান তিনি। এরপরেই রাজ্যপাল ট্যুইট করে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তাঁর বৈঠকের কথা জানান। নির্বাচনের বিষয়ে স্বচ্ছতার সঙ্গে পদক্ষেপ নিতে বলা হয়েছে কমিশনকে। সেইসঙ্গে হাওড়া পুরসভা নির্বাচন না করা সংবিধান বিরুদ্ধ। ট্যুইট করে এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠকের (WB Municipal Election 2022) পরে জানান, দুটি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড-এর ৭ নম্বর বুথ। মহেশ কলোনী যুব কিশোর সঙ্ঘতে আবার ভোটগ্রহণ (WB Municipal Election 2022) হবে। অন্যদিকে, দক্ষিণ দমদমের ৩৩ নম্বর ওয়ার্ড লেক পয়েন্ট স্কুলের চারনম্বর বুথেও পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন সূত্রে। আগামিকালই এই দুটি জায়গাতে পুনর্নির্বাচন হবে। এই নিয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত তারপরেই জানানো হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবার রাজ্যের ১০৮ পুরসভার (WB Municipal Election 2022) ভোটে লাগাতার হিংসার খবরে উদ্বিগ্ন রাজ্যপাল সন্ধ্যায় নির্বাচন কমিশনারকে তলব করে বিবৃতি জারি করেন। সেইমতোই সোমবার বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, বৈঠকে যে সব এলাকা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে সেখানে ফের ভোটগ্রহণের কথা বিবেচনা করতে নির্দেশ দেন রাজ্যপাল। এই বৈঠকের পরেই দুই জায়গায় নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন (State Election Commission)।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Municipal Election 2022: দুটি বুথে পুনঃনির্বাচন! পুরভোট নিয়ে রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠকের পরেই সিদ্ধান্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement