WB HS Result 2025 Merit List: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল, মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ ছাত্রছাত্রী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WB HS Result 2025 Merit List:এ বছরই শেষ বার হল বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ।
কলকাতা : প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একইসঙ্গে বুধবার সকালে প্রকাশিত হল মেধাতালিকাও। জেলার ছাত্রছাত্রীদের জয়জয়কারের পাশাপাশি মেধাতালিকায় আছেন কলকাতার চার জন পড়ুয়া। পাঠভবন স্কুলের তথাগত রায় যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছেন। পর্ণশ্রীর বেহালা হাই স্কুলের অঙ্কিত চক্রবর্তীও অষ্টম স্থানে রয়েছেন। তাঁরা পেয়েছেন ৪৯০। টাকি হাউস মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ়ের সৌনক বন্দ্যোপাধ্যায় এবং বেথুন কলেজিয়েট স্কুলের সৃজিতা দত্ত যুগ্মভাবে নবম স্থানে রয়েছে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।
প্রসঙ্গত এ বছরই শেষ বার হল বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হবে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। এ বছর পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। তাদের পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ। সংসদ থেকে জানানো হয়েছে, বুধবার মধ্যরাত থেকে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন : কাসভ-সহ ২৬/১১ হানার সব জঙ্গি প্রশিক্ষিত এখানেই! অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল লাহৌরের কাছেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে! ধূলিসাৎ আরও ৮ ঘাঁটি
উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭, শতাংশের হিসাবে ৯৯.৪%। দ্বিতীয় স্থানে ৪৯৬ পেয়ে কোচবিহারের তুষার দেবনাথ। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী, তার প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়ার পড়ুয়া সৃজিতা চতুর্থ হয়েছে, প্রাপ্ত নম্বর ৪৯৪। মেধা তালিকায় মোট ৭২ জন। পঞ্চম স্থানে রয়েছে ৬ পরীক্ষার্থী, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯৩। ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ পড়ুয়া, প্রাপ্ত নাম ৪৯২। সপ্তম স্থানে রয়েছেন ১১ পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর ৪৯১। অষ্টম স্থানে রয়েছেন ১৬ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৪৯০। নবম স্থানে রয়েছেন ১৭ পরীক্ষার্থী, প্রাপ্ত নম্বর ৪৮৯। দশম স্থানে রয়েছে ১০ পড়ুয়া, প্রাপ্ত নম্বর ৪৮৮।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 3:21 PM IST









