WB Covid 19 Restrictions|| ১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন

Last Updated:

Covid 19 Restrictions in Bengal: রাজ্যে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত।

#কলকাতা: রাজ্যে অতিমারী রোধে  বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হল ১৫ অগাস্ট পর্যন্ত। রাত ন'টা থেকে ভোর পাঁচ'টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। কেবল জরুরি পরিষেবায় ছাড়। তবে, লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, শনিবার, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে।
৩১ জুলাই পর্যন্ত যে বিধি-নিষেধ জারি ছিল, তার মেয়াদ বাড়িয়ে ১৫ অগাস্ট পর্যন্ত করা হয়েছে। বিধি-নিষেধের এই নতুন পর্যায়ে তেমন কোনও পরিবর্তন হচ্ছে না নিয়মে। লোকাল ট্রেন চালু করার কথা এ বারও জানায়নি রাজ্য। শুধু সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী রুদ্ধদ্বার অনুষ্ঠানে পঞ্চাশ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন।
advertisement
advertisement
পাশাপাশি, প্রত্যেক সেক্টরের ক্ষেত্রেই যতটা সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা উল্লেখ করা হয়েছে। তবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নাইট কার্ফুর বিষয়টিতে আরও কড়া মনোভাব বজায় থাকে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Covid 19 Restrictions|| ১৫ অগাস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি রাজ্যে, লোকাল ট্রেন কি চলবে? জানাল নবান্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement