CM Mamata Banerjee: দুর্নীতি দমনে মহিলা পুলিশরা বেশি স্মার্টলি কাজ করতে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

CM Mamata Banerjee in Kolkata Police Program: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গ পুলিশে মহিলাদের যোগদান প্রয়োজন আরও বেশি।

CM Mamata Banerjee
CM Mamata Banerjee
#কলকাতা: কলকাতা পুলিশ কর্মীদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান পশ্চিমবঙ্গ পুলিশে মহিলাদের যোগদান প্রয়োজন আরও বেশি। বৃহস্পতিবার পুলিশের অলঙ্করণ সমারোহ অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য পুলিশে মহিলাদের ক্ষমতায়নের কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাই মহিলারা আরও বেশি করে যোগ দিক পুলিশে। আমরা উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করছি।” এই বিশেষ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকেই অনেক সমালোচনা করেন। কিন্তু আজকের এই সম্মানের কৃতিত্ব পুলিশের পরিবারের। পরিবার পাশে থেকে সাহায্য করে, অনেক ত্যাগ স্বীকার করে। একটা দু’টো ভুল হলে সবাই সমালোচনা করেন। কিন্তু পুলিশ বিপদে সবার আগে ছুটে যায়।”
মমতা আরও বলেন, “খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান কিন্তু  সব থেকে গুরুত্বপূর্ণ হলে এসআইরা, কনস্টেবলরা, ওসিরা। তাঁদের কাজ ২৪ ঘণ্টা। এখন তো আবার মিডিয়াতেই বিচার হয়ে যায়, আইনি বিচারের আগে। নিচুতলার পুলিশ কর্মীরা আমাদের সম্পদ। উঁচুতলার পুলিশ কর্মীদের মাথায় রাখতে হবে নিচুতলার পুলিশ কর্মীরা কাজ না করলে আপনারা এই সাফল্য পাবেন না।”
advertisement
advertisement
রাজ্য পুলিশে মহিলাদের আরও বেশি করে যোগদানের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে কিন্তু একজন মহিলার গায়ে হাত দেওয়া বা মহিলাকে অসম্মান করা এতটা সহজ নয়। আমি চাই পুলিশে মহিলারা আলাদা জায়গা তৈরি করে নিক। আমার বিশ্বাস নাকা চেকিং, গুণ্ডা দমন, দুর্নীতির বিরুদ্ধে মহিলা পুলিশ স্মার্টলি কাজ করতে পারবে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee: দুর্নীতি দমনে মহিলা পুলিশরা বেশি স্মার্টলি কাজ করতে পারেন: মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement