WB By Election 2022: বালিগঞ্জ, আসানসোলে ভোটের গতি কী বলছে? বেলা তিনটে পর্যন্ত শতকরা হার কত? দেখুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WB By Election 2022: দুপুর তিনটে পর্যন্ত আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৫৪.৪০ শতাংশ। অন্যদিকে অপেক্ষাকৃত কম ভোট পড়েছে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। দুপুর তিনটে অব্দি সেখানে ভোটের শতকরা হার ৩৪.৪০ শতাংশ।
এদিকে ভোট গ্রহণ শুরু হতেই বালিগঞ্জ এবং আসানসোলের বিভিন্ন বুথে রিগিং করার অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোথাও কোনও রিগিং হয়নি বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন।
advertisement
এদিন সকাল থেকে ভোটের গতি (WB By Election 2022) ছিল কিছুটা মন্থর। নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে দুপুর তিনটে পর্যন্ত আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট পড়েছে ৫৪.৪০ শতাংশ। অন্যদিকে অপেক্ষাকৃত কম ভোট পড়েছে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে। দুপুর তিনটে অব্দি সেখানে ভোটের শতকরা হার ৩৪.৪০ শতাংশ। এর আগে বেলা ১টা পর্যন্ত আসানসোল উপনির্বাচনে (Asansol By Election) ভোট পড়ে ৪৩.৭৭ শতাংশ। বালিগঞ্জ উপনির্বাচনে বেলা একটা পর্যন্ত ভোট পড়ে ২৬.২০ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছিল ১২. ৭৭ শতাংশ। বালিগঞ্জে ৮ শতাংশ।
advertisement
এদিন সকাল থেকেই দুই কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। আসানসোলের বারাবণীতে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে৷ এমন কি, বিজেপি প্রার্থীর গাড়িতেও বাঁশ, লাঠি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ৷ তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়িও ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তোলেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)৷ পাশাপাশি বিক্ষোভকারীদের হঠাতে অগ্নিমিত্রা পালের নিরাপত্তারক্ষীরাও মারধর করেন বলে অভিযোগ স্থানীয়দের৷ অন্যদিকে লেডি ব্রেবোর্ন কলেজে সায়না হালিমের গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
April 12, 2022 4:11 PM IST