WB By Election 2024: উত্সবের রেশ কাটতে না কাটতেই ফের ভোটের দামামা! ৬ কেন্দ্রে উপনির্বাচনে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? বড় সিদ্ধান্ত কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
WB By Election 2024: উত্সবের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে ভোটের দামামা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। গত মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের প্রায় ১৫ দিন আগেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
কলকাতা: উত্সবের রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে ভোটের দামামা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। গত মঙ্গলবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের প্রায় ১৫ দিন আগেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।
জানা গিয়েছে, বিধানসভা উপনির্বাচনের প্রায় ১৫ দিন আগেই রাজ্য কেন্দ্রীয় বাহিনী। ছয় কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের জন্য প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী। ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে।
আরও পড়ুন: সেই রাতে কি সত্যিই দেখা হয়েছিল দু’জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
advertisement
২৫ শে অক্টোবরের মধ্যেই এই ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। প্রথম পর্যায়ে এই বাহিনী রাজ্যে এলেও হয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে মাথায় রেখে আরও বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬ টি কেন্দ্রের মধ্যে ৫ টিতেই জিতেছিল তৃণমূল। হাড়োয়া, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, মাদারিহাট এবং সিতাই- এই ছয়টি কেন্দ্রে ফের হতে চলেচে উপ নির্বাচন। কেবলমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট ছাড়া বাকি সবকটিই গত বিধানসভা নির্বাচনে ছিল তৃণমূলের দখলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 19, 2024 11:07 AM IST










