Krishnanagar Case: সেই রাতে কি সত‍্যিই দেখা হয়েছিল দু'জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা

Last Updated:

Krishnanagar Case:কৃষ্ণনগরে ছাত্রীর রহস‍্য মৃত‍্যুর ঘটনায় আরও ঘনাচ্ছে রহস‍্য। একাধিক বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তরুণীর প্রেমিক রাহুল বসু। কিন্ত রাহুল ও নিহত তরুণী কি ওই দিন দেখা করেছিলেন?

সেই রাতে কি সত‍্যিই দেখা হয়েছিল দু'জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
সেই রাতে কি সত‍্যিই দেখা হয়েছিল দু'জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
কৃষ্ণনগর: কৃষ্ণনগরে ছাত্রীর রহস‍্য মৃত‍্যুর ঘটনায় আরও ঘনাচ্ছে রহস‍্য। একাধিক বিষয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ঘটনায় ইতিমধ‍্যেই গ্রেফতার তরুণীর প্রেমিক রাহুল বসু। কিন্ত রাহুল ও নিহত তরুণী কি ওই দিন দেখা করেছিলেন? এমন একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা।
সূত্রের খবর অনুযায়ী, রাহুল এখনও জেরায় দাবি করছে দেখা করেননি। এমনকি, তাদের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেও রাহুল ও তরুণীর দেখা করার কোনও তথ্য মেলেনি। রাহুলের টাওয়ার লোকেশন ঘটনাস্থল থেকে অদূরে কলেজ মাঠে মিলেছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, রাত ৯ঃ৫০ থেকে ১১টা পর্যন্ত কলেজ মাঠে পাওয়া গিয়েছে অভিযুক্ত রাহুলের টাওয়ার লোকেশন। রাত ১১টা ১৫ নাগাদ টাওয়ার লোকেশন রাহুলের বাড়ি। তাই এখনও পর্যন্ত দুজনের ওই রাতে দেখা হওয়ার তথ্য প্রমান পায়নি পুলিশ। যা নিয়ে এখনও ধোয়াশা, যে দুজনের সে রাতে আদৌ দেখা হয়েছিল কি না।
advertisement
প্রসঙ্গত, কৃষ্ণনগর কাণ্ডে ক্রমশ আত্মহত্যার তত্ত্বই জোরাল হচ্ছে তদন্তকারীদের সামনে৷ এসপি অফিসের অদূরে যে পুজো মণ্ডপের পাশ থেকে গত বুধবার তরুণীর দগ্ধ দেহ উদ্ধার হয়, এ দিন সেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক পর্যবেক্ষণও আত্মহত্যার দিকেই ইঙ্গিত করছে বলেই পুলিশ সূত্রে খবর৷ পাশাপাশি, সিসিটিভি ফুটেজে তরুণীর যে গতিবিধি ধরা পড়েছে, তাও ঘটনাক্রমের সঙ্গে মিলে যাচ্ছে৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Case: সেই রাতে কি সত‍্যিই দেখা হয়েছিল দু'জনের? কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়! রাহুলের মোবাইলে ঘনাচ্ছে ধোঁয়াশা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement