South DumDum Water Logging : Exclusive! এলাকা থেকে খালের জলস্তর উঁচু, ফের বানভাসি হওয়ার আশঙ্কায় ত্রস্ত শ্যামনগর

Last Updated:

খালের পাশে গিয়ে দেখা গেল বাড়ির উঠোনের কানায়-কানায় রয়েছে খালের জলের স্তর (South DumDum Waterlogging)

শ্যামনগর : দক্ষিণ দমদম (South Dum Dum) পুরসভার শ্যামনগর (Shyamnagar) এলাকা । শুক্রবার বিকেলে এই এলাকা থেকে জল নেমেছে । এখানে যে খালটি রয়েছে সেটি বাগজোলা খালের সঙ্গে যুক্ত । এলাকার মানুষের দাবি, দীর্ঘ দিন খাল সংস্কার না হওয়ার ফলে জলধারণ ক্ষমতা হারাচ্ছে খালটি । বৃষ্টি হলে জল জমে, কিন্তু তার থেকে বেশি পরিমাণে খালের জল উপচে পড়ে স্থানীয় এলাকা ডুবিয়ে দেয় ।
খালের পাশে আরতি হরিজন পল্লীতে গিয়ে দেখা গেল বাড়ির উঠোনের কানায়-কানায় রয়েছে খালের জলের স্তর (DumDum Waterlogging) । ওঁদের দাবি, আবার বৃষ্টি হলে, আবার জল ঢুকবে । তাই এখন থেকেই খাটের উপর জিনিসপত্র বেঁধে নিয়ে বসে রয়েছেন সবাই । কেউ বলছেন জিনিসপত্র উপরে তুলে দিয়ে খাটে, কিংবা বেঞ্চ বা টুলে বসে থাকবেন । এই এলাকায় একতলা বাড়িতেও হাঁটু সমান জল জমে । পাশেই দমদম পার্ক এলাকায়, গত সাতদিন ধরে এক হাঁটুর কাছাকাছি জল জমে ছিল। এলাকার মানুষের বক্তব্য, বাগজোলা খালে বাঁধ উপচে জল ঢুকেছে এলাকায় ।
advertisement
advertisement
আরও পড়ুন : রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন! জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি মুখ্যসচিবের
এখানেও খালের জলের উপরিতল থেকে পার্শ্ববর্তী স্থানীয় এলাকা নিচু । যার ফলে, অনায়াসে জল ঢুকছে লকগেটগুলির পাশ দিয়ে । দেখা গেল, লকগেটের পাশে বালির বস্তা দিয়ে বাঁধের মতো করা রয়েছে । অভিযোগ, ওই বালির বস্তা দিয়ে কোনওভাবে জল আটকানো সম্ভব নয় ।   যদিও শুক্রবার বিকেল থেকে জল নেমেছে । এলাকায় ব্লিচিং পাউডার থেকে আরম্ভ করে কীটনাশক ছড়াচ্ছে স্থানীয় পুর প্রশাসন । তবুও স্থানীয় বাসিন্দাদের দাবি, বাগজোলা খালের নোংরা দুর্গন্ধময় জল এসে এলাকায় দূষণ ছড়াচ্ছে।
advertisement
পুরসভার সরবরাহ করা জলের কল থেকে আরম্ভ করে সবকিছুই জলের তলায় চলে গিয়েছিল । কয়েক দিন শ্যামনগর এবং দমদম পার্ক এলাকার মানুষ তীব্র জলকষ্টে কাটিয়েছেন ।   হরিজনপল্লীর সবিতা পাল, দীপালি সরকার, টিনা পাল, সঞ্চিতা পালেরা দাবি করেন, খালটি অনেকদিন সংস্কার না হওয়ার ফলে জলধারণ ক্ষমতা কমেছে । তাঁদের অভিযোগ, যার ফলে গত দু'বছর ধরে জলের চাপেই এই বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাচ্ছে ।   পুরসভার কাছে দ্বারস্থ হয়েও তাদের কোনও লাভ হয়নি, বলে অভিযোগ ভুক্তোভোগী স্থানীয় বাসিন্দাদের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
South DumDum Water Logging : Exclusive! এলাকা থেকে খালের জলস্তর উঁচু, ফের বানভাসি হওয়ার আশঙ্কায় ত্রস্ত শ্যামনগর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement