Visva Bharati University: 'রবীন্দ্রনাথকেও আপনারা অভিযুক্ত করে দিতেন', বিদ্যুৎ-মামলায় রাজ্যকে তুলোধনা কোর্টের

Last Updated:

Visva Bharati University: গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য
হাইকোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য
কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে আপনারা তাঁকেও অভিযুক্ত বানিয়ে দিতেন। রাজ্যকে উদ্দেশ্য করে এমনই মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মামলায় এহেন মন্তব্য বিচারপতির।
গত ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্ত্বা নিয়ে তাঁর মত প্রকাশ করেন। তার ভিত্তিতে অভিযোগ হয়। FIR দায়ের করেন পুলিশ।
advertisement
প্রাথমিক অনুসন্ধান না করেই পুলিশের অভিযোগের মধ্যে ধর্তব্যযোগ্য অপরাধ পেয়ে গেল ? FIR দায়ের করে দিল? সুপ্রিম কোর্টের গাইডলাইন দেখল না? এদিন সেই প্রশ্নও তোলেন বিচারপতি। পাল্টা রাজ্য জানায়, ”আমরা অভিযোগ পেয়ে FIR দায়ের করেছি।” প্রাথমিকভাবে এই অভিযোগে কোনও ধর্তব্যযোগ্য অপরাধ আদালত দেখতে পাচ্ছে না। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কিছু কথা লেখা রয়েছে। মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
advertisement
কেস ডাইরি তলব আদালতের। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ বিদ্যুৎ চক্রবর্তীকে গ্রেফতার করতে পারবে না এবং চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না। নির্দেশ আদালতের। এই মামলায় ১১ জানুয়ারি পরবর্তী শুনানি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Visva Bharati University: 'রবীন্দ্রনাথকেও আপনারা অভিযুক্ত করে দিতেন', বিদ্যুৎ-মামলায় রাজ্যকে তুলোধনা কোর্টের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement