আন্দোলনে অবরুদ্ধ রেল ও সড়কপথ, জট কাটাতে কুড়মি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন আদিবাসী উন্নয়ন দফতরের সচিবের

Last Updated:

Kurmi Agitation : আপাতত ভার্চুয়াল বৈঠকেই সায় নবান্নের শীর্ষ মহলের। এরপরে যে জেলাগুলিতে কর্মীদের আন্দোলন চলছে, সেই জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে নবান্নের শীর্ষ মহল।

যে জেলাগুলিতে কর্মীদের আন্দোলন চলছে, সেই জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে নবান্নের শীর্ষ মহল
যে জেলাগুলিতে কর্মীদের আন্দোলন চলছে, সেই জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে নবান্নের শীর্ষ মহল
কলকাতা : আদিবাসী উন্নয়ন দফতরের সচিব সঞ্জয় বনশল শনিবার ভার্চুয়াল বৈঠক করলেন কুড়মি নেতাদের সঙ্গে। রাজ্যের তরফে কর্মীদের জন্য এখনও পর্যন্ত কী কী করা হয়েছে বা কী কী করা যেতে পারে তা নিয়ে নেতাদের বোঝানো হয়। সূত্রের খবর মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন, সে বিষয়েও বৈঠকে জানানো হয়েছে নেতাদের । কুড়মি নেতাদের দাবি ছিল পুরুলিয়ায় এসে আদিবাসী উন্নয়ন দফতরের সচিবকে আলোচনা করতে হবে। কিন্তু আপাতত ভার্চুয়াল বৈঠকেই সায় নবান্নের শীর্ষ মহলের। এরপরে যে জেলাগুলিতে কর্মীদের আন্দোলন চলছে, সেই জেলাগুলির জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবে নবান্নের শীর্ষ মহল। পাশাপাশি শনিবারের বৈঠকে জানানো হয় পুজোর পর ফের আলোচনায় বসা হবে কুড়মিদের সঙ্গে। তবে আলোচনায় রাস্তা খুলেছে এমনটাই বৈঠকে জানানো হয় নেতা-কর্মীদের।
কেন্দ্রের আদিবাসী মন্ত্রকের সঙ্গেও রাজ্য গোটা বিষয়টা নিয়ে আলোচনার পথে যাচ্ছে। সূত্রের খবর, কুড়মি নেতাদের সঙ্গে আলোচনার পরে শনিবারই রাজ্যের তরফে চেষ্টা করা হবে কেন্দ্রের আদিবাসী মন্ত্রকের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে বৈঠক করার। ইতিমধ্যেই রাজ্যের আদিবাসী দফতরের সচিব সঞ্জয় বনশল কেন্দ্রের আদিবাসী মঞ্চের সচিবকে চিঠি পাঠিয়েছেন। তবে শনিবার নেতাদের বৈঠকের পর তাঁদের মনোভাব বোঝার পরে কেন্দ্রের আদিবাসী মন্ত্রকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসতে পারে রাজ্য।
advertisement
আরও পড়ুন : দল ছাড়তে চেয়ে ফেসবুকে বার্তা হাওড়ার তৃণমূল বিধায়কের, একই সুর মন্ত্রী অরূপের গলায়
অন্যদিকে পঞ্চম দিনে পড়ল কুড়মি সম্প্রদায়ের রেল এবং সড়ক অবরোধ৷ যার জেরে শনিবারও বাতিল করা হল অন্তত তেইশটি ট্রেন৷ ঘুরপথে চালানো হচ্ছে সাতটি ট্রেন৷ পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা৷ যার জেরে পাঁচ দিন ধরে রাস্তাতেই আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক৷ আটকে পড়েছে বহু দূরপাল্লার বাসও৷ সবমিলিয়ে ভোগান্তি চরমে পৌঁছেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই
তফশিলি উপজাতি হিসেবে কুড়মিদের অন্তর্ভুক্তি-সহ বেশ কয়েক দফা দাবিতে পাঁচ দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ চালাচ্ছেন তাঁরা৷ যার ফলে দক্ষিণ পূর্ব শাখার খড়্গপুর- টাটা ডিভিশনে রেল চলাচল কার্যত বিচ্ছিন্ন৷ ওই রুট দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলিকে হয় বাতিল করতে হচ্ছে, না হলে ঘুরপথে চালাতে হচ্ছে৷ ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী৷ জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হলেও উপায় নেই যাত্রীদের৷ অনেকে স্টেশনেই আটকে রয়েছেন৷ পাঁচ দিন ধরে চলা এই অবরোধে পেট্রোপণ্য, ফল-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সমস্যায় পড়েছেন লরিচালকরাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আন্দোলনে অবরুদ্ধ রেল ও সড়কপথ, জট কাটাতে কুড়মি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন আদিবাসী উন্নয়ন দফতরের সচিবের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement