আজ বিজয় দশমী, উৎসব শেষে বিষাদের সুর
Last Updated:
#কলকাতা: ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আজ বিজয় দশমী। বনেদি থেকে বারোয়ারি। এবার বিসর্জনের পালা। ভাল নেই মন। ফের অপেক্ষা এক বছর। শহরের বিভিন্ন ঘাটে প্রস্তুতি। দুই বাংলার প্রতিমা বিসর্জনের আগে সেজে উঠেছে টাকিও।
আরও পড়ুন: অষ্টমী পেরিয়ে আজ নবমী, উৎসব মুখর রাজ্যবাসী
আজ ঊমার বিদায় নেওয়ার পালা ৷ শুক্রবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ৷ উৎসব শেষে বিষাদের সুর ৷ আর কিছুক্ষণের মধ্যে মণ্ডপে-মণ্ডপে শুরু হবে সিঁদুরখেলা, মিষ্টিমুখ ৷ চলছে শুভেচ্ছা বিনিময় ৷ এবার কৈলাসে ফিরবেন উমা। এরপর আবারও একবছরের অপেক্ষা ৷ বিশুদ্ধ পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন এবার কৈলাসে ফেরার পালা।
advertisement
advertisement
আরও পড়ুন: ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে আর ফোন করতে হবে না কাস্টোমার কেয়ারে, এইভাবে সহজেই ব্লক করুন কার্ড
দশমী মানেই মিষ্টিমুখ। বিজয়ার মিষ্টি শুভেচ্ছা। এ বছরও ছবিটা বদলায়নি। প্রতি বছরের মতো এবারও দশমীর সকালে মিষ্টির দোকানে লম্বা লাইন। মিষ্টি হাতে বাড়ি ফিরছেন কর্তারা। মিষ্টি দোকানেও চূড়ান্ত ব্যস্ততা। দশমীর জন্য তৈরি হয়েছে স্পেশাল মিষ্টি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2018 8:43 AM IST