Vijay Rupani: বিমান দুর্ঘটনার তিন দিন পর শনাক্ত বিজয় রূপানীর দেহ, ডিএনএ পরীক্ষায় খোঁজ মিলল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিমান দুর্ঘটনার তিন দিন পর আহমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ। ডিএনএ নমুনার মাধ্যমে দেহটি শনাক্ত করা হয়
গুজরাত: বিমান দুর্ঘটনার তিন দিন পর আহমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ। ডিএনএ নমুনার মাধ্যমে দেহ শনাক্ত করা হয়। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। সেই নমুনার সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। রবিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সিংভি। তিনি জানান, ” রবিবার ১১টা ১০ মিনিটে এসে পৌঁছায় ডিএনএ রিপোর্ট। তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে যে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, তার সঙ্গে মৃতদেহের নমুনা মিলে যায়।”
সূত্রের খবর, মঙ্গলবার বিজয় রুপানীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। শেষকৃত্য সম্পন্ন হবে মঙ্গলবার, রাজকোটে। উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। আহমেদাবাদের সিভিল হাসপাতাল থেকে দেহ হস্তান্তরের সময় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মর্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র। গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সদস্যদের জানানো হয়েছে যে ডিএনএ মিলেছে। তিনি বলেন, ” মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর বাসভবনে যান এবং তাঁর পরিবারকে জানান যে ডিএনএ মেলানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী পরিবারকে এও জানিয়েছেন যে রাজ্য সরকার রাজকোটে শেষকৃত্যের যাবতীয় প্রক্রিয়ায় তাঁদের পাশে থাকবে। কখন দেহ গ্রহণ করা হবে, সেই সিদ্ধান্ত পরিবারের সদস্যরাই নেবেন।”
advertisement
বিমান দুর্ঘটনার পরের দিন রাজ্যে সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 1:51 PM IST