যাত্রী সুরক্ষায় আগামিকাল থেকে রাজ্যে চালু ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস

Last Updated:

এক লক্ষ ৬০ হাজার গাড়িতে বসবে এই ট্র‍্যাকিং ডিভাইস ৷ 

যাত্রী সুরক্ষায় আগামিকাল থেকে রাজ্যে চালু ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস
যাত্রী সুরক্ষায় আগামিকাল থেকে রাজ্যে চালু ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস
আবীর ঘোষাল, কলকাতা: বাণিজ্যিক ভিত্তিতে যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত রয়েছে, এমন সব গাড়িকে চলতি মাস থেকে ভেহিকল্ লোকেশন ট্র্যাকিং ডিভাইসের (ভি এল টি ডি) আওতায় আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। এ ছাড়া সব বাণিজ্যিক গাড়িতেই বসতে চলেছে প্যানিক বাটন। বেসরকারি সংস্থাগুলি এখনও পর্যাপ্ত সংখ্যায় ওই যন্ত্রের জোগান নিশ্চিত করতে পারেনি বলে জানাচ্ছেন বেসরকারি বাস মালিকরা।
বেসরকারি পরিবহণ সংগঠন সূত্রে জানানো হয়েছে, ৮-১০ হাজার টাকা খরচ করে ওই যন্ত্র বসানোয় আপত্তি রয়েছে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সংগঠনের। যদিও যাত্রী সুরক্ষার কথা ভেবে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বাটন বসাতে হবে।
ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস থাকবে বাসের চালকের কেবিনে। বাসের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি ২ মিটার অন্তর থাকবে প্যানিক বাটন। ট্যাক্সি ও অ্যাপ ক্যাবেও সেই ব্যবস্থা করা থাকছে।
advertisement
advertisement
এই পরিষেবার জন্য রাজ্য পরিবহণ দফতরে থাকতে চলেছে একটা কন্ট্রোল রুম।সমস্ত বাণিজ্যিক গাড়ি সেই কন্ট্রোল রুমে ট্র‍্যাকিং হবে।এ ছাড়া পুলিশ ও রাজ্য পরিবহণ দফতরের আধিকারিকরা লোকেশন, গতি ট্র‍্যাকিং করা যাবে। এ ছাড়া প্যানিক বাটন কেউ পুশ করলে ১টা ৩০ মিনিটের মধ্যে স্থানীয় থানা গাড়ির অবস্থান জেনে যাবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ‘‘শিশু ও নারী সুরক্ষার ব্যাপারে এটা অন্যতম বড় পদক্ষেপ। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এটা দেশের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা নেবে ৷ ’’
advertisement
পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, মধ্য কলকাতার পোদ্দার কোর্টে এই কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এখানে বিশাল বড় স্ক্রিন থাকছে।  সেখানেই গোটা রাজ্যের গাড়ির অবস্থান জানা যাবে ৷ তবে গাড়ির ডিভাইস কোথায় মিলবে ? বাস সংগঠনের দুই প্রতিনিধি রাহুল চট্টোপাধ্যায় ও টিটো সাহা জানিয়েছেন, রাজ্য বলছে দ্রুত ডিভাইস গাড়িতে বসাতে হবে৷ কিন্তু এই ডিভাইস কোথায় পাওয়া যাবে? কে বা কারা এই ডিভাইস সরবরাহ করবে? আমাদের এখনও জানানো হয়নি ৷ যদিও স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, রাজ্য পরিবহণ দফতর সঠিক সময়ে সব জানিয়ে দেবে ৷ রাজ্য পরিবহণ দফতর সংস্থা বাছাই করে দেবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রী সুরক্ষায় আগামিকাল থেকে রাজ্যে চালু ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement