Vegetable Price Hike: লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই

Last Updated:

Vegetable Price Hike: দুর্গাপুজোর আগে পকেটে বিরাট কোপ৷ অগ্নিমূল্য বাজারে আকাশছোঁয়া সবজির দাম৷ বাজারে লঙ্কা, ধনেপাতা কিনতে গিয়ে দামের ঝালে চোখে জল আসতে চলেছে আম বাঙালির।

লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
কলকাতা: দুর্গাপুজোর আগে পকেটে বিরাট কোপ৷ অগ্নিমূল্য বাজারে আকাশছোঁয়া সবজির দাম৷ পাইকারি বাজারে সে অর্থে সবজির দাম না বাড়লেও খুচরো বাজারে যে যেভাবে পারছে দাম হাঁকাচ্ছে৷ যা কিনতে মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের৷
বাজারে লঙ্কা, ধনেপাতা কিনতে গিয়ে দামের ঝালে চোখে জল আসতে চলেছে আম বাঙালির। একলাফে হুড়মুড়িয়ে দাম বেড়েছে লঙ্কা, ধনেপাতা আদা, রসুন, টম্যাটোর মতো রান্নাঘরের অতি প্রয়োজনীয় সবজিগুলির। অথচ মজার বিষয় এদের মধ্যে একটা সবজি ও এই মুহূর্তে রাজ্যের ক্ষেত থেকে নয় বরং অন্য রাজ্য থেকে আমদানি হচ্ছে।
advertisement
advertisement
লঙ্কা আসছে নাগপুর থেকে তো ধনেপাতা আসছে ব্যাঙ্গালোর থেকে। অপরদিকে টম্যাটো, আদা, রসুনের জন্য ভরসা সেই মহারাষ্ট্র। তাহলে কি বন্যার জুজু দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে? বিক্রেতাদের বক্তব্য বন্যার জন্য সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে, তার সুযোগ এই বাড়ছে দাম। তবে রসুন নিয়ে সরাসরি কালোবাজারির অভিযোগ করলেন বিক্রেতা নিজেই।
একঝলকে দেখে নিন আজকের সবজির বাজারদর-
advertisement
কাঁচা লঙ্কা -৯০ -২০০
ধনেপাতা – ১৫০- ৫০০
আদা কাঁচা – ৮০-১০০
শুকনো আদা – ২৫০
রসুন – ৩৫০-৪০০
সবজির দামে ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত না আসতে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তাই অবরুদ্ধ হয়ে পড়েছে৷ ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে৷ সবজি পচে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে৷ আর সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Vegetable Price Hike: লঙ্কা খাওয়া এবার ছাড়তে হবে, টম্যাটোও বাদ রান্না থেকে? কালোবাজারি নিয়ে বিস্ফোরক বিক্রেতারাই
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement