'চালকল নিজে কেনেননি, উপহার দিয়েছিল ওঁর শ্বশুর', আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনুব্রত-মামলা শুনানিতে চালকল বিতর্ক প্রসঙ্গে অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘বহু বছর আগে রাইস মিল ওঁর শ্বশুর ওঁকে উপহার হিসাবে দিয়েছেন।’’
#কলকাতা: শনিবার আসানসোল আদালতে অনুব্রত-মামলা শুনানিতে চালকল বিতর্ক প্রসঙ্গে অনুব্রতের আইনজীবী বলেন, ‘‘বহু বছর আগে রাইস মিল ওঁর শ্বশুর ওঁকে উপহার হিসাবে দিয়েছেন।’’ আইনজীবীর দাবি, ‘‘যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। তবুও অসহযোগিতার অভিযোগ উঠছে।’’ অন্যদিকে, সিবিআই-এর আইনজীবীর দাবি, অনুব্রত মণ্ডলকে আরও জেরার প্রয়োজন রয়েছে। আরও চার দিনের হেফাজতের আবেদন জানায় সিবিআই।
ভোলে ব্যোম রাইস মিলে দিনভোর তল্লাশিতে অনুব্রত মণ্ডলের আরও সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। অনুব্রতর সেই সমস্ত সম্পত্তির নথি এখন তদন্তকারী আধিকারিকদের হাতে। ভোলে ব্যোম রাইস মিলে অভিযানে মেলে নথি।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কালিকাপুর ও গয়েশপুরে একাধিক জমির নথি মিলেছে চিরুনি তল্লাশিতে। গয়েশপুর মৌজাতেই ২৮ টি জমির খোঁজ পাওয়া গিয়েছে। সেই সমস্ত সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে। ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে সেই সব জমি কেনা হয়েছিল। ফলে এত সম্পত্তি কেন কিনেছিলেন অনুব্রত, কার থেকে কত টাকায় কিনেছিলেন, সেই সব জানতে আজ আদালতে ফের বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই।
advertisement
advertisement
বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলা মূল দুটি রাইস মিল ভোলে বোম রাইস মিল (কালিকাপুর, বোলপুর) এবং শিব শম্ভু রাইস মিল নিয়ে (বাঁধ গোড়া, শান্তি নিকেতন) সেখানেই শুক্রবার দিনভোর তল্লাশি চালায় সিবিআই। ভোলে বোম রাইস মিলে তল্লাশিতেই উদ্ধার হয় বহু সম্পত্তির নথি। পাশাপাশি বেশ কয়েকটি দামি গাড়ির সন্ধান মেলে, যেগুলি মিলের মধ্যেই ছিল।
advertisement
শনিবার সকালে নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখান থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে পেশ করা হয় আসানসোল আদালতে। গরু পাচার-কাণ্ডে আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান। এদিন সকালে কম্যান্ড হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত দাবি করেন, ‘‘আমার কোনও বেনামি সম্পত্তি নেই।’’ সেই সঙ্গে তিনি এ-ও বলেন, ‘‘আমি তদন্তে সহযোগিতা করছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2022 2:33 PM IST