আরবানা কমপ্লেক্সের ১৯ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার! অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের

Last Updated:

Unnatural Death: আরবানা কমপ্লেক্সের ১৯ তলা থেকে ঝাঁপ পড়ে মৃত্যু হল মহিলার। জানা গিয়েছে মঙ্গলবার, অর্থাৎ আজ ভোরে সাড়ে ৫টা নাগাদ আরবানা কমপ্লেক্সের টাওয়ার ৪-এর ১৯ তলা থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু
কলকাতা: আরবানা কমপ্লেক্সের ১৯ তলা থেকে ঝাঁপ পড়ে মৃত্যু হল মহিলার। জানা গিয়েছে মঙ্গলবার, অর্থাৎ আজ ভোরে সাড়ে ৫টা নাগাদ আরবানা কমপ্লেক্সের টাওয়ার ৪-এর ১৯ তলা থেকে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর মৃতার নাম সঞ্চিতা আগরওয়াল (৪৪), স্বামীর নাম রাকেশ আগরওয়াল। ভোর সাড়ে ৫টা নাগাদ ওই মহিলার নিথর দেহ উদ্ধার হয়েছে টাওয়ারটির পাশ থেকে। ডান হাঁটুতে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।
advertisement
advertisement
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতা সঞ্চিতা আগরওয়াল কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তদন্ত চলাকালীন পুলিশ ১৯ তলা ফ্ল্যাটের ব্যালকনিতে একটি বসার টুল (সিটি) খুঁজে পায়, যা দেখে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, তিনি নিজেই ব্যালকনিতে উঠে ঝাঁপ দেন। ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে
advertisement
কী ভাবে ওই মহিলার মৃত্যু হল, এর পিছনে অন্য কিছু ঘটনা রয়েছে না কি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আরবানা কমপ্লেক্সের ১৯ তলা থেকে পড়ে মৃত্যু মহিলার! অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement