Primary Recruitment Case: ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের! ১৯৪২টি শূন্যপদে চাকরির সুযোগ, বিরাট ঘোষণা

Last Updated:

Primary Recruitment Case: মাধ্যমিক স্তরের পর এ বার প্রাথমিকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‌ সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদের তরফ থেকে জানান হয়েছে ২৩০৮টি শূন্য পদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে।

ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার স্কুলে স্কুলে নিয়োগ হবে স্পেশাল এডুকেটর।
ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার স্কুলে স্কুলে নিয়োগ হবে স্পেশাল এডুকেটর।
কলকাতা: মাধ্যমিক স্তরের পর এ বার প্রাথমিকে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‌ সোমবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদের তরফ থেকে জানান হয়েছে ২৩০৮টি শূন্য পদে স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হবে। বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা রাজ্যের সাধারণ স্কুলে আমাদের সঙ্গে একই পরিবেশে পড়াশোনা করতে পারে এবং শিক্ষার মূলস্রোতে তারা শিক্ষিত হয়ে ওঠে। কিছুদিন আগে মাধ্যমিক স্তরে ১৯৪২ আসনে স্পেশ্যাল এডুকেটার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়।‌ এ বার একই পথে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত প্রার্থী আবেদন করবেন তাঁদের আরসিআই অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএলএড স্পেশাল কোর্স করা বাধ্যতামূলক। এদের পড়ানোর জন্য ছ’মাসে প্রশিক্ষণ থাকতে হবে।
advertisement
১ জানুয়ারির মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে ওবিসিদের জন্য রাজ্যের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
advertisement
আবেদনকারীকে প্রথমে টেট দিতে হবে। পরীক্ষার পূর্ণ নম্বর ৮০। ইন্টারভিউতে ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের পড়ানোর দক্ষতা যাচাই করা হবে। পড়ানোর দক্ষতা এবং ইন্টারভিউ মিলিয়ে থাকছে ২০ নম্বর। কবে থেকে নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে তা দ্রুত ঘোষণা করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে বলে জানাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
অন্যদিকে ২০২৩এ নেওয়া টেটের র ফল প্রকাশের প্রস্তুতি ও চলছে জোর কদম। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রস্তুতিও পর্ষদ চলাচ্ছে জোরকদমে। সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্য জুড়ে স্কুলে কত সংখ্যক শূন্য পদ রয়েছে প্রাথমিক স্কুলগুলিতে তার প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দপ্তরের তরফে অনুমোদন এলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কে কত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা যাবে স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক তা নিয়ে বিস্তারিত তথ্য দেবে স্কুল শিক্ষা দপ্তর। তারপরেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে পর্ষদের তরফে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Recruitment Case: ফের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের! ১৯৪২টি শূন্যপদে চাকরির সুযোগ, বিরাট ঘোষণা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement