Kolkata Death: সাতসকালে ভয়ানক কাণ্ড! খাস কলকাতায় উদ্ধার হল যুবকের ক্ষত-বিক্ষত দেহ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Kolkata Death: কলকাতায় রাস্তায় ফের হাড়হিম কাণ্ড৷ সাতসকালে ১৬২,শরৎ বোস রোডের রাস্তার ওপর এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে।
কলকাতা: কলকাতায় রাস্তায় ফের হাড়হিম কাণ্ড৷ সাতসকালে ১৬২,শরৎ বোস রোডের রাস্তার ওপর এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছে। হাতে পায়ে জখমের চিহ্ন রয়েছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে টালিগঞ্জ থানার পুলিশ৷ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ৷ তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দেহে কীভাবে আঘাত লাগল বা কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।
advertisement
advertisement
রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট না কি রাতে ঝামেলায় কেউ মেরে ফেলেছে- সবটা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থলের কাছে চায়ের দোকানে সুধীর গিরির বক্তব্য। পুরো ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে ডু নট ক্রস ফিতে দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 2:01 PM IST