Udayan Guha: বাম আমলের দুর্নীতি নিয়ে ফের তোপ! কারা পেয়েছিল চিরকুটে চাকরি? এক এক করে ফাঁস করবেন নাম, চ্যালেঞ্জ উদয়ন গুহর

Last Updated:

বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে বাবার গায়েও কালি ছিটিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন এই তৃণমূল নেতা।

কলকাতা: বাবা আমলের নিয়োগ দুর্নীতির অভিযোগ টানতে গিয়ে নিজের বাবা কমল গুহকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ৷ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে৷ সমালোচনা সরব হয়েছে বামেরা৷ প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ এরই মধ্যে ফের বাম জমানার দুর্নীতির প্রসঙ্গ তুলে ফেসবুক পোস্ট করলেন উদয়ন৷ এবারের পোস্টে আবার সরাসরি সুজন চক্রবর্তীর নাম৷
রবিবারের পোস্টে সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বামেদের জমানায় যে নেতাদের কোটায় চাকরি হয়েছে, নিজের সেই মন্তব্যে এদিনও অনড় ছিলেন উদয়ন। রবিবারের পোস্টে উদয়ন লিখেছেন, "সুজনবাবু কোটায় চাকরি হত না? তবে এরা কি করে চাকরি পেয়েছিল? অঞ্জলি সেন, শুক্লা সরকার, বুদ্ধদেব রায়, বিশ্বনাথ রায়, মলয় রায়!"
advertisement
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাতে সোজা দিল্লি! এবার মোদি শরণে বঙ্গ বিজেপির সাংসদেরা
এরপরেই তৃণমূল নেতার হুঁশিয়ারি, বামফ্রন্ট আমলে যাঁদের কোটায় চাকরি হয়েছে, প্রতিদিন তাঁদের মধ্যে কয়েকজনের নাম এক এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন তিনি৷
advertisement
বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে বাবার গায়েও কালি ছিটিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন এই তৃণমূল নেতা। বলেছেন, 'মন্ত্রী থাকাকালীন বাবা অনেককে চাকরি দিয়েছিলেন। দলের স্বার্থে তো বাবা অনেককে চাকরি দিয়েছেন৷ সেই চাকরি দিতে গিয়ে অনেক সময় অনেক যোগ্য প্রার্থীদেরও বাবা বঞ্চিত করেছেন৷ যেহেতু দলের লোককে চাকরি দিতে হবে৷'
advertisement
আরও পড়ুন: শুধু ৪‍% অতিরিক্ত ডিএ নয়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেটে আসছে আরও টাকা!
উদয়ন গুহর কথায়, 'আমার বাবা তিনটে দফতরে লোকজনকে চাকরি দিয়েছেন। যাঁদের চাকরি দিয়েছিলেন তাঁদের চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন লোক কি ছিল না? অযোগ্যদের চাকরি দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন।'উদয়ন গুহর এই মন্তব্য নিয়ে চাপানউতোর তুঙ্গে। যদিও উদয়েনর অভিযোগ উড়িয়ে দিয়েছে বামেরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Udayan Guha: বাম আমলের দুর্নীতি নিয়ে ফের তোপ! কারা পেয়েছিল চিরকুটে চাকরি? এক এক করে ফাঁস করবেন নাম, চ্যালেঞ্জ উদয়ন গুহর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement