Chandrima Bhattacharya: বিদ্যুতের চাহিদা মেটাতে রাজ্যে PPP মডেলে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র! দায়িত্বে বেসরকারি সংস্থা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
বাণিজ্য কনক্লেভ শেষ হতেই রাজ্যের শিল্পায়ন নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার। ২০০ একর জমি বিভিন্ন শিল্প সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পতালুকে এই জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার।
বাণিজ্য কনক্লেভ শেষ হতেই রাজ্যের শিল্পায়ন নিয়ে বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার। ২০০ একর জমি বিভিন্ন শিল্প সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পতালুকে এই জমি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভার। ইন্ডাস্ট্রি কনক্লেভ এর পর একাধিক সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তারপরই এই জমি দেওয়ার ছাড়পত্র রাজ্য মন্ত্রিসভার।
advertisement
advertisement
রাজ্যে ক্রমশ বাড়ছে জনসংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। এই সমস্যা সমাধানে বিডের আয়োজন করেছিল রাজ্য, এই বিডে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিড জিতল জেএস ডব্লিউ এনার্জি লিমিটেড। পিপিপি মডেলে গড়ে তোলা হবে দুই তাপবিদ্যুৎ কেন্দ্র।
advertisement
এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “একটি বিড আমরা করেছিলাম বিদ্যুতের যে চাহিদা সেটাকে নজরে রেখে। বিডে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে বেছে নেওয়া হয়েছে। ১৬০০ মেগাওয়াটের দুটি ৮০০ করে নিউ সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্লান্ট ২৫ বছরের জন্য দেওয়া হয়েছে। এর জন্য নিজেরাই জমি অধিগ্রহণ করবে, সেটা রাজ্যের মধ্যই হবে। কোথায় হবে সেটা এখনও ঠিক হয়নি“।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 7:34 PM IST









