Adenovirus: ফের অ্যাডিনোর বলি ২ শিশু, মৃত্যু কলকাতা মেডিক্যালে! বি সি হাসপাতালেও মৃত ১
- Published by:Debamoy Ghosh
- Reported by:Onkar Sarkar
Last Updated:
হুগলির বাসিন্দা সঞ্চিতা বারিক নামে ৬ মাস বয়সি একটি শিশুও এ দিন ভোর রাতে মারা যায়৷ অ্যাডিনো আক্রান্ত এই শিশুকন্যার বাড়ি হুগলিতে৷
কলকাতা: ফের অ্যাডিনো সংক্রমণের বলি হল দুই শিশু৷ গতকাল এবং আজকে সকালে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর৷ একই সঙ্গে বি সি রায় হাসপাতালে ভর্তি একটি শিশুরও এ দিন সকালে মৃত্যু হয়েছে৷ যদিও সেই শিশুটির মৃত্যুর কারণ নিউমোনিয়া বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে৷
তবে কলকাতা মেডিক্যাল কলেজে মৃত দুই শিশুর অ্যাডিনো পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল বলেই খবর৷ এদের মধ্যে একটি শিশুর নাম শেখ শামিম৷ ৬ মাস বয়সি এই শিশুটিকে গত ২৬ ফেব্রুয়ারি উলুবেড়িয়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল৷ গতকাল রাত ৭টা নাগাদ শিশুটির মৃত্যু হয়৷
advertisement
advertisement
অন্যদিকে হুগলির বাসিন্দা সঞ্চিতা বারিক নামে ৬ মাস বয়সি একটি শিশুও এ দিন ভোর রাতে মারা যায়৷ অ্যাডিনো আক্রান্ত এই শিশুকন্যার বাড়ি হুগলিতে৷ গত ২৭ ফেব্রুয়ারি শিশুটিকে চুঁচুড়া ইমামবড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল৷ দুটি শিশুরই অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল বলে হাসপাতাল সূত্রে খবর৷ শিশু দুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷
advertisement
অন্যদিকে গত ১৬ ফেব্রুয়ারি থেকে বি সি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন সম্রাট বিশ্বাস নামে দশ মাস বয়সি এক শিশুরও এ দিন সকালে মৃত্যু হয়৷ বনগাঁর বাসিন্দা ওই শিশুটি আগেও বি সি রায় হাসপাতালে ভর্তি ছিল৷ গত ২৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল৷ বাড়ি ফিরে ফের ২৫ ফেব্রুয়ারি থেকে শিশুটির শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷ পরিবারের সদস্যরা তাকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ ১৩ দিন বনগাঁ হাসপাতালে ভর্তি থাকার পর শিশুটিকে গত ৬ মার্চ বি সি রায় হাসপাতালে রেফার করা হয়৷
advertisement
শিশুটির সর্দি, কাশি এবং জ্বর ছিল৷ তার উপর ফুসফুসে সংক্রমণ ছিল শিশুটির৷ হাসপাতালে সূত্রে খবর, শিশুটির ফুসফুসে ফুটো ছিল৷ সেই কারণে তার অস্ত্রোপচারও হয়েছিল৷ সেই অস্ত্রোপচার থেকেই সংক্রমণ ছড়ায়৷ লিভারেও সমস্যা ছিল শিশুটির৷
পর পর শিশু মৃত্যুর ঘটনার মধ্যেই এ দিন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধি দল বি সি রায় হাসপাতাল পরিদর্শনে যায়৷ প্রতিনিধি দলে ছিলেন কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায় সহ কমিশনের আরও দুই সদস্য৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 1:34 PM IST