লক্ষ্মীপুজোর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা! বেলঘরিয়ায় বাসে বাসে টক্কর, ডেলিভারি বয় চলে গেলেন চাকার নীচে!
- Published by:Tias Banerjee
Last Updated:
Belgharia Accident Delivery Boy: বেলঘরিয়ায় দুটি বাসের রেষারেষি থেকে বড় দুর্ঘটনা! বাসের নিচে বাইক নিয়ে ডেলিভারি বয়, উত্তেজনা, ভাঙচুর ও অবরোধ!
সুবীর দে, বেলঘরিয়া: লক্ষ্মীপুজোর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা! বেলঘরিয়ায় বাসে বাসে টক্কর, ডেলিভারি বয় চলে গেলেন চাকার নীচে! নিমতা থেকে বেলঘরিয়া যাওয়ার পথে এই বড় দুর্ঘটনা ঘটে বেলঘরিয়া ব্রিজের কাছে। দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে এক ডেলিভারি বয় গুরুতর আহত হন। পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চোখে দেখা সূত্রে জানা গিয়েছে, দুটি বাস দ্রুতগতিতে প্রতিযোগিতা করছিল। সেই সময় রাস্তার ধারে বাইকে যাচ্ছিলেন এক ডেলিভারি বয়। আচমকাই নিমতা রুটের একটি মিনিবাস বাইকটিকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সরাসরি বাসের নীচে ঢুকে পড়েন।
advertisement
advertisement
আহত ডেলিভারি বয়ের নাম তন্ময় বোস, বাড়ি হালিশহরে। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পরেই ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে আসে। উত্তেজিত জনতা জড়িয়ে ধরে বাসে ভাঙচুর চালায় এবং বেলঘরিয়া ব্রিজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে এক বাসচালককে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
বর্তমানে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2025 4:05 PM IST