ভূটানের পারো বিমানবন্দর সাজাবেন ২ বাঙালি তরুণ স্থপতি, জানুন অয়ন-সৌম্যদীপের গল্প
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সেক্টর ফাইভে প্রস্তাবিত সরকারি প্রকল্প, আইকনিক গেটটির নকশার ভারও তাঁদেরই উপরে। নিউটাউনে থ্রিডি রেলিং ইলিউশন আর্টের ডিজাইনে গোটা কলকাতার মন জয় করেছেন অয়ন-সৌম্যদীপ।
#কলকাতা: আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শিবপুরের নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে৷ স্থাপত্যবিদ্যায় স্নাতক পাশ করে চাকরি করবেন, এমন ইচ্ছে ছিল না তাঁদের কারও। ইচ্ছে ছিল, স্থপতি হবেন, নিজেরা কিছু তৈরি করবেন। সেই স্বপ্ন অল্প অল্প করে সাকার করার দিকে এগোচ্ছেন দুই তরুণ, অয়ন রায় এবং সৌম্যদীপ দাস। বয়স ২৮।
তাঁদের উড়ানের স্বপ্ন পূরণ হতে চলেছে উড়ানের হাত ধরেই। কলকাতার তরুণ দুই স্থপতিই এ বার ভূটানের পারো বিমানবন্দর ডিজাইনের দায়িত্বে। ভূটানের উড়ানের ঠিকানাকে রং দেবেন দুই বাঙালি অয়ন-সৌম্যদীপ।
advertisement
দুই তরুণের সংস্থার নাম 'ভিব্রিজ'। তাঁদের এই স্টার্টআপ এর আগেও নজরকাড়া কাজ করেছিল। যদিও নাম হয়তো তখন অজানা ছিল। পূর্ব বর্ধমানের জৌগ্রামে মডেল গ্রাম জাতীয় পুরস্কারের পাশাপাশি বিদেশের সম্মানও এনে দিয়েছিল ঝুলিতে। সেক্টর ফাইভে প্রস্তাবিত সরকারি প্রকল্প, আইকনিক গেটটির নকশার ভারও তাঁদেরই উপরে। নিউটাউনে থ্রিডি রেলিং ইলিউশন আর্টের ডিজাইনে গোটা কলকাতার মন জয় করেছেন অয়ন-সৌম্যদীপ। কোভিড-সচেতনতার উদ্যোগে কোন্নগরের রাস্তায় তাঁরাই তৈরি করেছিলেন সামাজিক দূরত্ব বজায় রাখার স্ট্রিট আর্ট। গত তিন বছর ধরে তিলে তিলে সাফল্য এসেছে তাঁদের কাছে।
advertisement
'ভিব্রিজ'-এর অয়ন নিউজ18 বাংলাকে বললেন, ''ভূটানের নিজস্ব স্থাপত্যকলাকে মাথায় রেখেই ডিজাইন করেছি আমরা। যে কোনও বাড়ি বা বিল্ডিংয়ের বাইরের ডিজাইনে একটা বিশেষত্ব রয়েছে, একদম ম্যানুয়াল হ্যান্ডবুক অনুসরণ করে সেই ডিজাইনটা বানাতে হয়। কিন্তু অন্দরমহলে আমরা আধুনিকতার ছোঁয়া রেখেছি। পৃথিবী তো এগিয়ে চলেছে। তার সঙ্গে তাল মেলাতে হবে। অনেক সুবিধা পাবে মানুষ। কেবল বিমানবন্দর নয়, বিমান যেখানে রাখা হয়, সে সব জায়গাতেও আমরাই ডিজাইন করব।''
advertisement
সৌম্য়দীপের জানালেন তাঁদের গোড়ার কথা। তিনি বললেন ''পারো খুবই বিপজ্জনক বিমানবন্দর। অবস্থানের নিরিখে। আর তাই এর সম্প্রসারণের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ভারত থেকেই নেওয়া হবে। আমরা ভূটানের একটি দলের সঙ্গে হাত মেলাই। সেখানে ভারতের আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলাম আমরা দু'জন। তার পর নিজেদের কাজের উদাহরণ দেখানোর পর ভূটান সরকার থেকে আমাদের এই কাজের জন্য বেছে নেওয়া হয়।''
advertisement
আগামী বছরের শুরু থেকেই হাতেকলমে কাজ শুরু করে দেবেন অয়ন-সৌম্যদীপ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
October 09, 2022 6:44 PM IST