দেশের সব মহিলারাই যেন পান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, পুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
দেশের সব মহিলারাই যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান, সেই প্রার্থনাই এদিন লক্ষ্মী প্রতিমার কাছে করলেন তৃণমূলের সাংসদ ও বিধায়ক দম্পতি।
কলকাতা: বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনার আয়োজন। রবিবার লক্ষ্মী বন্দনায় ব্যস্ত ছিলেন গৃহস্থ থেকে সেলিব্রিটিরা প্রত্যেকেই। তা সে রাজনীতিক হন বা অভিনেতা-অভিনেত্রী, সকলেই ব্যস্ত ছিলেন লক্ষ্মী বন্দনায়। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে লক্ষ্মী পুজোর আরাধনায় শামিল হলেন তৃণমূল বিধায়ক নয়না বন্দ্য়োপাধ্যায় ও তাঁর স্বামী, তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷
তবে, অন্যান্য বারের থেকে এবার সুদীপ-নয়না দম্পতির লক্ষ্মীপুজোয় রয়েছে চমক। রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প শুরু করেছেন। দেশের সব মহিলারাই যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান, সেই প্রার্থনাই এদিন লক্ষ্মী প্রতিমার কাছে করলেন তৃণমূলের সাংসদ ও বিধায়ক দম্পতি।
advertisement
advertisement

আগামী দিনে প্রধানমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বসতে পারেন, সেই প্রার্থনাও করেছেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। অবশ্য প্রতিবছরই ঘটা করে বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করেন নয়না দেবী। কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে শুরু করে পুজোর খুঁটিনাটি-সমস্ত কিছুই একা হাতেই সামলান নয়না বন্দ্য়োপাধ্যায়। এবারও তার অন্যথা হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 5:22 PM IST
